DBC News
সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

খুলনার ডুমুরিয়ায় বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। অন্যদিকে, ভোলা, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরো পাঁচজন।

আজ বৃহস্পতিবার দুপুরে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া এলাকায় বাসটি খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতদের সবাই বাসটির ছাদে ছিলেন। 

পুলিশ জানায়, পাইকগাছা থেকে খুলনাগামী মৌমিতা পরিবহনের বাসটি বরাতিয়া এলাকায় অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে ভোলার চরফ্যাশনে দুইজন, সিরাজগঞ্জের তাড়াশ ও চুয়াডাঙ্গার জোড়গাছে সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে, ফেনীর দাগনভূঁইয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।