DBC News
আইডিএফের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

আইডিএফের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা

ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সংগঠন আইডিএফ-এর উদ্যোগে এবারের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দল ফ্রান্সের সম্মানে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

প্যারিস থেকে রেজাউল করিম জানান, রবিবার প্যারিসের একটি মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কুশিয়ারা, পদ্মা, ইছামতি, শীতলক্ষ্যা, সুরমা, যমুনা, কর্ণফুলী ও তিতাস আটটি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় কর্ণফুলী ও শীতলক্ষ্যার মাঝে লড়াই শেষে কর্ণফুলী চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় শীতলক্ষ্যা ও তৃতীয় স্থান দখল করে সুরমা।

এছাড়াও ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদীরা এতে অংশ নেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নুরুল, সহ-সভাতি আবুল খায়ের লস্করসহ অনেকে।