DBC News
ফিটনেস সনদ ও লাইসেন্সের আবেদন বাড়ছে; চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআরটিএ

ফিটনেস সনদ ও লাইসেন্সের আবেদন বাড়ছে; চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ফিটনেস সনদ ও লার্নার কার্ড সংগ্রহের ধুম পড়েছে বিআরটিএ'র সব সার্কেল অফিসে। প্রতিদিন এসব আবেদনের সংখ্যা বেড়েই চলছে। হঠাৎ বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআরটিএ। বিআরটিএ বলছে নিজেদের স্পেশাল ড্রাইভ আর শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই এসব আবেদনের সংখ্যা বাড়ছে।

নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আন্দোলন ছিলো পাঁচ দিন। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে, অবৈধ যানবাহন চিহ্নিত করে কয়েকদিন রাজপথের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে।

ফিটনেসবিহীন এসব গাড়ির কাগজপত্র ঠিক করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ কার্যালয়গুলোতে ভীড় অনেক বেড়েছে।

বিআরটিএ সার্কেল-১ মিরপুরে গিয়ে দেখা যায় প্রবেশ পথেই যানবাহনের লম্বা লাইন। ভেতরেও মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি আছে সমান সংখ্যায়।

বিআরটিএ'তে আসা বেশিরভাগেরই উদ্দেশ্য লার্নার কার্ড সংগহ করা। ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মালিকানা পরিবর্তন, ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড এবং ডিজিটাল নম্বর প্লেট সংগ্রহেও ধুম পড়েছে। আর এজন্য লম্বা লাইনে থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

কর্তৃপক্ষ জানায়, আগে প্রতিদিন ড্রাইভিং লাইসেন্সের জন্য গড়ে ১১০টির মতো আবেদন পড়তো। এখন তার সংখ্যা ২শ ৩০ টির মতো। নবায়নের এবং ফিটনেস সনদের অবেদনও বেড়েছে।

ভীড় সামলাতে বিআরটিএর সব সার্কেল অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রাহকসেবা দেয়ার জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।