DBC News
শিকাগোতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

শিকাগোতে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

গতকাল ৫ই আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোতে সন্ত্রাসী হামলায় পাঁচ নাগরিকের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি আমার নিজের এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আপনার মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানাচ্ছি।'

তিনি আরও বলেন, 'এই শোকাবহ মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আশা করি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।'

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গতকাল শিকাগোতে সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হন এবং বহু মানুষ আহত হন। শিকাগো পুলিশ জানায়, গতকাল শহরে অন্তত ৪০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের রেকর্ড অনুযায়ী ৪০ জন নাগরিক গুলিবিদ্ধ হয় বলে জানানো হয় শিকাগো পুলিশের পক্ষ থেকে। 

শহরের জনবহুল একটি এলাকায় কয়েকজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।