DBC News
ড্রোন হামলার ব্যাখ্যা চাইলেন মাদুরো

ড্রোন হামলার ব্যাখ্যা চাইলেন মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যাচেষ্টার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছেন।  এদিকে, হত্যাচেষ্টার ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট মাদুরো বলেন, মার্কিন প্রেসিডেন্টের ওপর তার আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন এ ঘটনায় জড়িতদের কখনোই ছাড় দেবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। ভেনেজুয়েলার কর্মকর্তাদের অভিযোগ, মাদুরোকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। 

সরকারবিরোধী কট্টর ডানপন্থী সংগঠনের সঙ্গে মিলে এ হামলা চালিয়েছে কলম্বিয়া। আর পরিকল্পনা বাস্তবায়নে তহবিল এসেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভেনেজুয়েলা থেকে বহিষ্কৃত কয়েক হাজার নাগরিক বসবাস করে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে বোগোটা ও ওয়াশিংটন।