DBC News
ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে পাঁচদিনের মাথায় আবারো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় বৃহস্পতিবার, দ্বীপটির উত্তর-পশ্চিম উপকূলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

দেশটির আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।

চার দিন আগে হওয়া ভূমিকম্পের উদ্ধার অভিযান শেষ হতে না হতেই নতুন করে এই ভূমিকম্পের ঘটনা ঘটল। এতে বেশ কিছু ভবন ধসে পড়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এর আগে গেল রবিবার, আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালি ভূমিকম্পে অন্তত ১৩১ জন নিহত হয়। তবে স্থনীয় গণমাধ্যমগুলোর মতে, এই ভূমিকম্পে নিহত হয়েছে ৩৪৭ জন।

এ ঘটনায় ১৪শ'র বেশি মানুষ আহত হওয়ার পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় এক লাখ ৫৬ হাজার মানুষ।