DBC News
নেপালের বিপক্ষে জিতে সেমিতে যেতে চায় বাংলাদেশ

নেপালের বিপক্ষে জিতে সেমিতে যেতে চায় বাংলাদেশ

নেপালের বিপক্ষে জিতেই সেমি ফাইনালে যেতে চায় বাংলাদেশ, জানিয়েছেন দলের কোচ জেমি ডে। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ডু অর ডাই হিসেবেই দেখছে নেপাল। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করলেও, শারীরিক কিছু অনুশীলনেই সময় কাটিয়েছে নেপালীরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টায়।

দুই ম্যাচে ১৮০ মিনিট অপরাজিত বাংলাদেশ, জেমি ডের মনোবল বাড়িয়েছে সাফের দুই ক্লিন শিট, জামাল ভুইয়াদের জন্য বাংলাদেশ কোচের কড়া বার্তা পুরো ৯০ মিনিট দৌড়াতে হবে একই রিদমে।

বাকিদের রেস্ট দিয়ে কমলাপুরে ৮ খেলোয়াড় নিয়ে অনুশীলনে হাজির কোচ, তার আগে সাংবাদিকদের জানালেন নেপালের বিপক্ষে পুরো তিন পয়েন্টের জন্যই মাঠে নামবে তার দল।

বাংলাদেশ কোচ জেমি ডে বলেন, 'আমরা তিন পয়েন্টের জন্যই খেলবো, আগের ম্যাচ গুলো যে ভাবে শেষ হয়েছে, এই ম্যাচেও সেটা বজায় রাখতে চাই, ছেলেরা তাদের দায়িত্ব সম্মন্ধেও সচেতন।'

রক্ষন, মাঝ মাঠ আর আক্রমন নিজেদের তিন বিভাগকেই দলকে সেরা বলছেন বস জেমি। তিনি আরও বলেন, 'পরপর দুই ম্যাচে ক্লিন শিট ছেলেদের অসাধারন পারফরমেন্সের ফল, তবে এটা খুব কঠিন একটা কাজ, কেননা টানা ম্যাচ খেলতে হচ্ছে ছেলেদের।'

গ্রুপ পর্বের এই ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে খেলার হুঙ্কার নেপালের।

নেপালের সহকারী কোচ কিরন শ্রেষ্ঠা বলেন, 'বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরত্বপুর্ণ, স্বাগতিকরা টানা দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় আছে, আমাদের সমানে এখন ভালো খেলার কোন বিকল্প নেই।'

কোন হিসেবের মার প্যাচে যেতে চায়না বাংলাদেশ, লক্ষ্য একটাই খেলে আসা দুই ম্যাচের মতই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়তে চায় তপু-জামালরা।