DBC News
ইলিশের জীবনরহস্য আবিষ্কার

ইলিশের জীবনরহস্য আবিষ্কার

বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হলো আমাদের জাতীয় মাছ ইলিশের পূর্ণাঙ্গ জীবনরহস্য। বাংলাদেশে ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর সামছুল আলমের নেতৃত্বে এ সফলতা এসেছে।  গবেষকদলের অন্যান্যরা হলেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর বজলুর রহমান মোল্লা, বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শহিদুল ইসলাম ও ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ গোলাম কাদের খান। 

শনিবার সকালে সংবাদ সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামছুল আলম জানান, দুই বছর গবেষণার পর এ সাফল্য পেয়েছেন তারা।  বঙ্গোপসাগর ও মেঘনা থেকে পূর্ণবয়স্ক ইলিশ মাছের ওপর গবেষনা করে পূর্ণাঙ্গ ডি-নোভো জিনোম সিকুয়েন্স বা জীবন রহস্য আবিষ্কার করা হয়।

আরও পড়ুন

এই দশকের শেষ 'ব্লাড মুন' সোমবার

আগামীকাল রাতের আকাশে দেখা যাবে 'সুপার ব্লাড উল্ফ মুন' এর বিরল দৃশ্য। এসময় একইসাথে সুপার মুন, চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুনের তিনটি বিশেষ ঘটনা ঘটবে। বাংলাদেশসহ এশিয়া...

উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাযুক্ত ফোনই চাহিদার শীর্ষে দেশের বাজারে

উচ্চ ক্ষমতার ক্যামেরাযুক্ত স্মার্টফোনই এখন ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে দেশের বাজারে। বেশি দামের বিদেশি ব্র্যান্ডের বিপরীতে তুলনামূলক কম মূল্যের ফোন ছেড়ে পাল্লা...

নানা পদক্ষেপে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ

ঘাটতির দেশ থেকে ধীরে ধীরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। কৃষিবান্ধব বিভিন্ন পদক্ষেপের ফলে তা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।  প্রতিবছর কৃষক...

ফরিদপুরে নতুন জাতের পাট বারি-১ উদ্ভাবন

বারি ১ নামে নতুন জাতের পাট উদ্ভাবন করছে ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউট। নতুন এ জাতের পাটের উৎপাদন অন্যান্য জাতের চেয়ে ২৫ শতাংশ বেশি হবে।আগামী মৌসুমে এই জাতের পাট...