DBC News
‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ প্রস্তুতির কথাও জানিয়েছে টেলিকম কোম্পানিগুলো।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী  মোস্তাফা জব্বার জানিয়েছেন, 'এ পদ্ধতিতে গ্রাহক ধরে রাখতে টেলিকম অপারেটরগুলোর  মধ্যে কলরেট ও ইন্টারনেটের খরচ কমানোর প্রতিযোগিতা বাড়বে।'

টেলিকম বিশেষজ্ঞ ড. রোকনুজ্জামান বলেন, ‘একের টেলিকম অপারেটরের একেক রকম অফার। কেউ কলরেটে খরচ কমাচ্ছে। কেউবা দিচ্ছে অল্প টাকায় বেশি ইন্টারনেট সেবা। অনেক গ্রাহকই তাই ব্যবহার করে থাকেন একাধিক অপারেটরের সিম। অফারের সুযোগ-সুবিধা নিতে বারবার পোহাতে হয় নম্বর ও সিম বদলে ফেলার ঝঁক্কি। আর এই ঝামেলা এড়াতে আগামী মাসেই দেশে  চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি। এতে মোবাইলে ফোন নম্বরে কোনো ডিজিট বদলাবে না, কিন্তু বদলে যাবে অপারেটর।‘

৯০ দিনের জন্য টেলিকম অপারেটর পরিবর্তনের খরচ লাগবে প্রায় ৫০ টাকা। বাড়তি খরচ ও বেশিরভাগ গ্রাহকের কাছে একাধিক সিম থাকায় শুরুতে এই সেবার চাহিদা কিছুটা কম হতে পারে।  এই সেবা চালুর পর গ্রাহক যে অপারেটরে যেতে চান- সেই টেলিকম কোম্পানির গ্রাহক কেয়ার সার্ভিসে যোগাযোগ করতে হবে।  

আরও পড়ুন

সুনামগঞ্জ সীমান্তে আবারও কয়লা আমদানি বন্ধ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আবারো বন্ধ হয়ে গেছে ভারত থেকে কয়লা আমদানি। এতে লোকসানের মুখে পড়েছেন সুনামগঞ্জের পাঁচ শতাধিক আমদানিকারক। প্রায় একশ কোটি টাকার এলসি নিয়ে বি...

ক্রুজ ট্যুরিজমে বাংলাদেশের নতুন সম্ভাবনা

ক্রুজ ট্যুরিজমকে ঘিরে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন দেশের ট্যুর অপারেটররা। বিলাসবহুল হওয়ায়, অল্প আয়োজনেই অর্থনীতিতে তুলনামূলক বেশি অবদান রাখার সুযোগ আছে অভ...

এই দশকের শেষ 'ব্লাড মুন' সোমবার

আগামীকাল রাতের আকাশে দেখা যাবে 'সুপার ব্লাড উল্ফ মুন' এর বিরল দৃশ্য। এসময় একইসাথে সুপার মুন, চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুনের তিনটি বিশেষ ঘটনা ঘটবে। বাংলাদেশসহ এশিয়া...

উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাযুক্ত ফোনই চাহিদার শীর্ষে দেশের বাজারে

উচ্চ ক্ষমতার ক্যামেরাযুক্ত স্মার্টফোনই এখন ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে দেশের বাজারে। বেশি দামের বিদেশি ব্র্যান্ডের বিপরীতে তুলনামূলক কম মূল্যের ফোন ছেড়ে পাল্লা...