DBC News
‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ প্রস্তুতির কথাও জানিয়েছে টেলিকম কোম্পানিগুলো।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী  মোস্তাফা জব্বার জানিয়েছেন, 'এ পদ্ধতিতে গ্রাহক ধরে রাখতে টেলিকম অপারেটরগুলোর  মধ্যে কলরেট ও ইন্টারনেটের খরচ কমানোর প্রতিযোগিতা বাড়বে।'

টেলিকম বিশেষজ্ঞ ড. রোকনুজ্জামান বলেন, ‘একের টেলিকম অপারেটরের একেক রকম অফার। কেউ কলরেটে খরচ কমাচ্ছে। কেউবা দিচ্ছে অল্প টাকায় বেশি ইন্টারনেট সেবা। অনেক গ্রাহকই তাই ব্যবহার করে থাকেন একাধিক অপারেটরের সিম। অফারের সুযোগ-সুবিধা নিতে বারবার পোহাতে হয় নম্বর ও সিম বদলে ফেলার ঝঁক্কি। আর এই ঝামেলা এড়াতে আগামী মাসেই দেশে  চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি। এতে মোবাইলে ফোন নম্বরে কোনো ডিজিট বদলাবে না, কিন্তু বদলে যাবে অপারেটর।‘

৯০ দিনের জন্য টেলিকম অপারেটর পরিবর্তনের খরচ লাগবে প্রায় ৫০ টাকা। বাড়তি খরচ ও বেশিরভাগ গ্রাহকের কাছে একাধিক সিম থাকায় শুরুতে এই সেবার চাহিদা কিছুটা কম হতে পারে।  এই সেবা চালুর পর গ্রাহক যে অপারেটরে যেতে চান- সেই টেলিকম কোম্পানির গ্রাহক কেয়ার সার্ভিসে যোগাযোগ করতে হবে।  

আরও পড়ুন

মালয়েশিয়া থেকে ৮০ ভাগ রেমিট্যান্স আসছে অবৈধ পথে

মালয়েশিয়া থেকে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের ৮০ শতাংশই আসছে অবৈধ পথে। সংশ্লিষ্টরা এই অবৈধ পথের নাম দিয়েছেন ডিজিটাল হুন্ডি।  বাংলাদেশ ব্যাংকের জরিপ...

কর্ণফুলী টানেল চট্টগ্রামকে গতিশীল করবে

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সোয়া তিন কিলোমিটার দীর্ঘ টানেলের চারভাগের একভাগ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এটি হবে দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম টানেল। ৮ হাজার ৪শ' ৫০ ক...

ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

আজ ডিজিটাল বাংলাদেশ দিবস। ২০১৭ সালে প্রথমবারের মতো ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ পালন করা হলেও একবছর পর এসে এ দিবসের নাম পরিবর্তন করা হলো। ২...

৫৮টি অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশ

মিথ্যা ও গুজব ছড়ানোর অভিযোগে নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজিগুলোকে ৫৮টি নিউজ পোর্টাল ব...