DBC News
‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

‘মোবাইল ফোন নম্বর একই থাকলেও, বদলে যাচ্ছে অপারেটর’ 

মোবাইল ফোনের নম্বর একই থাকবে, বদলে যাবে অপারেটর।  আগামী মাসের শুরুতেই চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি বা এমএনপি নামের এই সেবা।  নিজেদের সম্পূর্ণ প্রস্তুতির কথাও জানিয়েছে টেলিকম কোম্পানিগুলো।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী  মোস্তাফা জব্বার জানিয়েছেন, 'এ পদ্ধতিতে গ্রাহক ধরে রাখতে টেলিকম অপারেটরগুলোর  মধ্যে কলরেট ও ইন্টারনেটের খরচ কমানোর প্রতিযোগিতা বাড়বে।'

টেলিকম বিশেষজ্ঞ ড. রোকনুজ্জামান বলেন, ‘একের টেলিকম অপারেটরের একেক রকম অফার। কেউ কলরেটে খরচ কমাচ্ছে। কেউবা দিচ্ছে অল্প টাকায় বেশি ইন্টারনেট সেবা। অনেক গ্রাহকই তাই ব্যবহার করে থাকেন একাধিক অপারেটরের সিম। অফারের সুযোগ-সুবিধা নিতে বারবার পোহাতে হয় নম্বর ও সিম বদলে ফেলার ঝঁক্কি। আর এই ঝামেলা এড়াতে আগামী মাসেই দেশে  চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবেলিটি। এতে মোবাইলে ফোন নম্বরে কোনো ডিজিট বদলাবে না, কিন্তু বদলে যাবে অপারেটর।‘

৯০ দিনের জন্য টেলিকম অপারেটর পরিবর্তনের খরচ লাগবে প্রায় ৫০ টাকা। বাড়তি খরচ ও বেশিরভাগ গ্রাহকের কাছে একাধিক সিম থাকায় শুরুতে এই সেবার চাহিদা কিছুটা কম হতে পারে।  এই সেবা চালুর পর গ্রাহক যে অপারেটরে যেতে চান- সেই টেলিকম কোম্পানির গ্রাহক কেয়ার সার্ভিসে যোগাযোগ করতে হবে।  

আরও পড়ুন

পুঁজিবাজারে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি

খুব শিগগিরই দেড় হাজার কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবি। বড় আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ড হিসেবে বিক্রির মাধ্যমে তা ক...

ঋণের টাকা আদায় হচ্ছে না অগ্রণী ব্যাংকের

খেলাপি ঋণের টাকা আদায়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও যেতে পারছে না অগ্রণী ব্যাংক। আটমাসে লক্ষ্যের মাত্র দশভাগের একভাগ আদায় করতে পেরেছে ব্যাংকটি।  আদালত, আইন মন্...

মারা গেলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন। দুর্বল ইমিউন সিস্টেম জনিত ক্যান্সার নন-হজকিন্স লিম্ফোমাতে ভুগছিলেন ৬৫ বছর বয়সী অ্যালেন।এর আগে, ২০০৯ সালে চিকি...

তিন কোটি ফেইসবুক একাউন্ট হ্যাক

হ্যাকাররা বিশ্বজুড়ে প্রায় তিন কোটি ফেইসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করেছিল বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। গেল সেপ্টেম্বরে হ্যাকিংয়ের শিকার পাঁচ কোটি অ্যাক...