সুস্থধারার সংস্কৃতি চর্চার প্রত্যয় নিয়ে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের ৩৫ বছর পূর্তি উৎসব পালিত হচ্ছে ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। এতে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এরপর মাংগলিক আনুষ্ঠানিকতায় উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না।
উৎসবের আলোচনা পর্বে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সাংস্কৃতিক জোটসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। পরে নাচ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী পর্ব। উৎসব উপলক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর থেকে টানা তিনদিন মঞ্চনাটক পরিবেশিত হবে।