DBC News
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম পূজা

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম পূজা

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা পালিত হয়েছে মঙ্গলবার।  প্রতি বছর ভাদ্র মাসে পূর্ণিমায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা এই উৎসব পালন করেন।

কারাম একটি গাছের নাম।  উত্তরাঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ।  এই কারাম গাছকে মঙ্গলের প্রতীক বলে মনে করেন তারা।  কারাম গাছের ডাল কেটে মাটিতে পুঁতে রেখে পূজা-অর্চনা, নাচ-গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে কারাম পুজা পালন করা হয়। 

পুজা শেষে ওই ডাল উঠিয়ে গ্রামের সব বয়সের নারী-পুরুষ নেচে-গেয়ে পুকুরে বিসর্জন দেয়।  ওঁরাও, সাঁওতাল, মুন্ডা, পাহান, মালো ও মাহাতোসহ প্রায় ৩৮টি গোষ্ঠীর মানুষ কারাম উৎসব পালন করেন। 

আয়োজকরা জানান, ১৯৯৬ সাল থেকে নাটশাল মাঠে পালন করা হয় কারাম উৎসব।  উৎসবের মূল উদ্দেশ্য তাদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরা।