DBC News
ঢাবিতে প্রতিবন্ধী হৃদয়ের ভর্তিতে অনিশ্চয়তা

ঢাবিতে প্রতিবন্ধী হৃদয়ের ভর্তিতে অনিশ্চয়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকার। মেধাক্রমে পিছিয়ে থাকা ও প্রতিবন্ধী কোটায় আবেদন না করার কারণে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।

নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার সমীরণ সরকারের বড় ছেলে হৃদয় সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় মায়ের কোলে চড়ে এসে অংশ নেন তিনি। মায়ের কোলে হৃদয়, এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে গেলে আলোচনায় আসে ঘটনাটি।

হৃদয়ের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, হৃদয় ষষ্ঠ থেকে দশম শেণি পর্যন্ত তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রতিদিন তার মা তাকে বিদ্যালয়ে নিয়ে আসতেন। এত কষ্ট করে তার স্কুলে আসার পেছনে মূল কারণ ছিলো হৃদয়ের উৎসাহ এবং উদ্দীপনা। আরেক শিক্ষক জানান, সে অন্য সক্ষম শিক্ষার্থীদের তুলনায় মেধার দিক দিয়ে পিছিয়ে নেই। সে তার মেধার স্বাক্ষর রেখেছে বলেও জানান শিক্ষকরা।

তবে সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও তার ভর্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নির্ধারিত আসন সংখ্যার থেকে মেধাক্রম অনুযায়ী তার অবস্থান তিন হাজার সাতশ’ চল্লিশ। আসন হিসেবে বেশ পিছনেই। সেই সঙ্গে প্রতিবন্ধী কোটায় আবেদন না করার কারণে সেই সুযোগও নিতে পারছেন না হৃদয়। সব মিলিয়ে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, 'খ' ইউনিটে দুই হাজার তিনশ' আটাত্তরটি টি আসন রয়েছে। যারা দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধি তারা এই তিন ক্যাটাগরিতে এই কোটা সুবিধা পেয়ে থাকে। কিন্তু হৃদয় এই ক্যাটাগরিতে পড়েনা এবং সে নিজেও এটা জানে। তার প্রতি আমরা সহানুভূতিশীল। তবে তিনি আশা করেন যে যদি তার মেধাক্রম পর্যন্ত সিরিয়াল যায় তাহলে তার একটা সুযোগ তৈরি হবে।

মেধাবী ছাত্র হৃদয়ের পরিবার ও শিক্ষকরা এখন আশার আলো দেখছেন তাকে নিয়ে।

আরও পড়ুন

'প্রযুক্তি নির্ভর দেশ গড়া হচ্ছে'

তরুণদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ গড়া হচ্ছে; জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সার্ভিস, এমএনপি কার্যক্রমের...

‘কোন দলের নয় জনগণের কথায় চলে ইসি’

কোন ব্যাক্তি বা দল নয় নির্বাচন কমিশন জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রবিবার একাদশ জাতীয় সংসদ নির্ব...

‘শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয়’।  শনিবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে স্বায়ত্বশা...

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত

প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১-১৮ই ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এ...