২০১৮-১৯ অর্থবছর শেষে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। এমনই এক ইঙ্গিত দিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার সকালে, রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, প্রকৃত সংস্কার না হলে সামনের বছরগুলোতে প্রবৃদ্ধি চাপের মুখে পড়বে।
ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, 'গ্যাসের মূল্য নির্ধারণ পদ্ধতি সংস্কারসহ গ্যাস ব্যবহারে দক্ষতা বাড়ানো ও কেনাকাটায় চতুরতা দেখাতে হবে। নির্বাচন সামনে রেখে আর্থিক সুশাসন দুর্বল হওয়ারও আশঙ্কা করছে সংস্থাটি।'
সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর এবং পিআরআইর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, 'পদ্মাসেতুর মতো মেগা প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করতে যেয়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ঋণগ্রস্থ দেশের তালিকায় ঢুকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।'