DBC News
ডলারের দাম চড়া, মান কমছে টাকার

ডলারের দাম চড়া, মান কমছে টাকার

স্থানীয় মুদ্রা বাজারে বেশ চড়া দামেই লেনদেন হচ্ছে মার্কিন ডলার। মুদ্রা বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে টাকার বিপরীতে ধারাবাহিকভাবে বেড়েছে ডলারের দর।

আন্তর্জাতিক এ মুদ্রার মানের ধারাবাহিক মূল্যবৃদ্ধি আমদানি খাতের জন্য সুখকর নয় বলে মনে করছে আমদানিকারকরা। আমদানি বাণিজ্যে স্থিতিশীলতা ধরে রাখতে ডলার বিনিময় মূল্যের লাগাম টানার দাবি তাদের।

বিশ্বজুড়ে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রার নাম মার্কিন ডলার। ২০১২ সালে প্রতি ডলারের বিপরীতে বিনিময় মূল্য ছিল ৭৯ টাকা ৮০ পয়সা। ২০১৩'তে বিনিময় মূল্য কমে ৭৭টাকা ৭৭ পয়সা হলেও পরবর্তী ৫ বছরে ধারাবাহিকভাবে বেড়েছে ডলারের বিনিময় মূল্য। ফরেন এক্সচেঞ্জ হাউসগুলো বলছে, গত কয়েক মাসে ডলারের দর ছুঁয়েছে ৮৬ টাকা।

আমদানিকারকরা বলছেন, আমদানি নির্ভর প্রয়োজনীয় পণ্য এবং খাদ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে টাকার বিপরীতে ডলারের মান আর বাড়তে দেয়া উচিত নয়।

তবে রপ্তানিকারকদের দাবি, ডলারের বিনিময় মূল্য বাড়ায় তৈরি পোশাকখাতের সক্ষমতা বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ডলারের দাম চড়া থাকা স্বাভাবিক। তবে বাংলাদেশ ব্যাংকের উচিত সরকারি আমদানিকে বিশেষ সহায়তা দেয়ার মাধ্যমে বাজারকে স্বাভাবিক রাখার উদ্যোগ নেয়া।

ডলারের বিপরীতে টাকার সক্ষমতা ধরে রাখতে দীর্ঘ মেয়াদে রপ্তানি বাড়ানোর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেয়ার পরামর্শও দেন বিশ্লেষকরা।

আরও পড়ুন

সুনামগঞ্জ সীমান্তে আবারও কয়লা আমদানি বন্ধ

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আবারো বন্ধ হয়ে গেছে ভারত থেকে কয়লা আমদানি। এতে লোকসানের মুখে পড়েছেন সুনামগঞ্জের পাঁচ শতাধিক আমদানিকারক। প্রায় একশ কোটি টাকার এলসি নিয়ে বি...

ক্রুজ ট্যুরিজমে বাংলাদেশের নতুন সম্ভাবনা

ক্রুজ ট্যুরিজমকে ঘিরে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা দেখছেন দেশের ট্যুর অপারেটররা। বিলাসবহুল হওয়ায়, অল্প আয়োজনেই অর্থনীতিতে তুলনামূলক বেশি অবদান রাখার সুযোগ আছে অভ...

যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রেহে জরুরি অবস্থা জারি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রেহে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  শুক্রবা...

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত পাঁচজন। পুলিশসহ আহত হয়েছে আরো অনেকে। শুক্রবার ইলিনয় রাজ্যের আরোরার বাণিজ্যিক এলাকার একটি কার...