DBC News
নারী বিজ্ঞানীকে উইকিপিডিয়ার প্রত্যাখ্যান

নারী বিজ্ঞানীকে উইকিপিডিয়ার প্রত্যাখ্যান

বিখ্যাত কেউ নন বলে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়ার আগে উইকিপিডিয়াতে ডোনা স্ট্রিকল্যান্ডের নামে কোনো এন্ট্রি খুলতে রাজি হয়নি অনলাইন বিশ্বকোষটির সম্পাদকরা। এছাড়া, তিনি এখনো কানাডার ওন্টারিও ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে সহযোগী অধ্যাপক পদেই কাজ করছেন।

সুইডেনের রয়্যাল সুইডিশ কমিটি অব সায়েন্সেস যখন পদার্থবিজ্ঞানে এবারের তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে তখনও উইকিপিডিয়াতে ডোনা স্ট্রিকল্যান্ডের নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না।

লেজার প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য যে তিন বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানে এবারের নোবেল পেয়েছেন তাদের একজন কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর সহযোগী অধ্যাপক ডোনা স্ট্রিকল্যান্ড। তাঁর কাজ নিয়ে তেমন একটা শোরগোল না থাকায় উইকিপিডিয়া ডোনা স্ট্রিকল্যান্ডের নামে কোনো এন্ট্রি খুলতে রাজি হয়নি বলে জানিয়েছে কোয়ার্টজ ডট কম।

তবে নোবেল বিজয়ী হিসেবে নাম ঘোষণার ৯০ মিনিটের মধ্যেই উইকিপিডিয়া স্ট্রিকল্যান্ডের এন্ট্রি আবার খুলে দেয়। উইকিপিডিয়ার আত্মজীবনীমূলক তথ্যের মধ্যে মাত্র ১৭ ভাগ নারীদের। বিশেষত এই সাইটে নারী বিজ্ঞানীদের তথ্য আরও কম বলে জানায় কোয়ার্টজ।

আরও পড়ুন

খাশোগি হত্যা: সৌদির ব্যাখ্যা ইতিবাচক

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের ব্যাখ্যাকে ইতিবাচক পদক্ষেপ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে স...

'খাশোগি হত্যাকাণ্ডের তথ্য বিশ্বের সামনে তুলে ধরা হবে'

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য বিশ্বের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে তুরস্ক সরকার। সরকারি এক মুখপাত্র বলেছেন, কাউকে এই ব্যাপারে সত্য গোপনের...

নারী সাংবাদিকের প্রতি অশোভন মন্তব্য; ব্যারিস্টার মঈনুলের সংবাদ বয়কটের আহ্বান

সাংবাদিক মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের খবর সব গণমাধ্যমে ৭ দিনের জন্য বয়কটে সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন, নারী সাংবাদিকরা। খোলা...

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

সাংবাদিক মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন আরও ১৪ জন বিশিষ্ট নাগরিক। শুক...