DBC News
৫ম নারী হিসেবে নোবেল পেলেন ফ্রান্সেস এইচ আর্নল্ড

৫ম নারী হিসেবে নোবেল পেলেন ফ্রান্সেস এইচ আর্নল্ড

ইতিহাসে পঞ্চম নারী হিসেবে রসায়নে নোবেল পেয়েছেন, মার্কিন গবেষক ফ্রান্সেস এইচ আর্নল্ড। স্থানীয় সময় বুধবার, সুইডেনের রাজধানী স্টকহোমে এক বিবৃতিতে রয়্যাল সুইডিশ কমিটি অব সায়েন্সেস এ বছর রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

ফ্রান্সেসের সঙ্গে যৌথভাবে নোবেল পেয়েছেন, আরেক মার্কিন বিজ্ঞানী জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ গবেষক গ্রেগরি পি উইন্টার।

আর্নল্ড গবেষণায় তুলে ধরেছেন, মানব শরীরে এমন কিছু উৎসেচক থাকে, যা মূলত প্রোটিন অনুঘটক হিসেবে শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে।

ফ্রান্সেস এইচ আর্নল্ড বর্তমানে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে গবেষণা করছেন। নোবেল পুরস্কারের ৯০ লাখ ক্রোনারের অর্ধেক পাবেন ফ্রান্সেস।  আর বাকি অর্ধেক ভাগাভাগি করে নেবেন জর্জ পি স্মিথ ও গ্রেগরি পি উইন্টার।

গত সোমবার চিকিৱৎসায় নোবেল ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল মৌসুমের শুরু হয়। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিদ্যায় এবারের বিজয়ীদের নাম। এদিকে আগামীকাল শুক্রবার শান্তি এবং আসছে ৮ই অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি।

প্রসঙ্গত, বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ একাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে। 

আরও পড়ুন

খাশোগি হত্যা: সৌদির ব্যাখ্যা ইতিবাচক

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের ব্যাখ্যাকে ইতিবাচক পদক্ষেপ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে স...

'খাশোগি হত্যাকাণ্ডের তথ্য বিশ্বের সামনে তুলে ধরা হবে'

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সব তথ্য বিশ্বের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে তুরস্ক সরকার। সরকারি এক মুখপাত্র বলেছেন, কাউকে এই ব্যাপারে সত্য গোপনের...

মারা গেলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন। দুর্বল ইমিউন সিস্টেম জনিত ক্যান্সার নন-হজকিন্স লিম্ফোমাতে ভুগছিলেন ৬৫ বছর বয়সী অ্যালেন।এর আগে, ২০০৯ সালে চিকি...

তিন কোটি ফেইসবুক একাউন্ট হ্যাক

হ্যাকাররা বিশ্বজুড়ে প্রায় তিন কোটি ফেইসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করেছিল বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। গেল সেপ্টেম্বরে হ্যাকিংয়ের শিকার পাঁচ কোটি অ্যাক...