DBC News
সিডনিতে এক্স শাহীনদের বনভোজন

সিডনিতে এক্স শাহীনদের বনভোজন

অস্ট্রেলিয়ার সিডনিতে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সিডনি থেকে নাইম আবদুল্লাহ জানান, স্থানীয় মাউন্ট আনান গার্ডেনে দিনব্যাপি অনুষ্ঠিত জমজমাট এই আয়োজনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্খীরা এই পিকনিকে অংশগ্রহণ করে। এ সময় শাহীন নাসিম সামাদ, আহবায়ক লিংকন শফিউল্লাহ সংগঠনটির আগত সকল অথিতিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। 

বনভোজনে খেলাধুলার আয়োজনের পাশাপাশি মধ্যাহ্নভোজের পর বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র তে সামীন শাখাওয়াত জিতে নেন 'কন্জুস' মঞ্চ নাটকের দু'টো টিকেট।