DBC News
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

আঙ্গুলের ইনজুরির উন্নত চিকিৎসার জন্য আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে তার ইনজুরির সবশেষ অবস্থা জানা যাবে। আর সে অনুযায়ী অস্ত্রোপচারের তারিখও ঠিক করা হবে।

আপাতত চিকিৎসা নিয়েছেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা একমাস পর অস্ত্রোপচার করতে চেয়েছেন। তবে আঙ্গুলের বর্তমান অবস্থা দেখিয়ে পরামর্শ নেয়া হচ্ছে অস্ট্রেলিয়ান ডাক্তারের। এজন্য সাকিব সিডনির উদ্দেশ্যে রওয়ানা হবেন রাত বারোটায়। গেল এশিয়া কাপে ইনজুরি নিয়েই অংশ নেন সাকিব, তামিম। আসর থেকে ফিরে এ দু'জনের বাইরে অধিনায়ক মাশরাফীও পড়েছেন আঙ্গুলের ইনজুরিতে।

গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাতপান বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। তখন নিদাহাস ট্রফির তিনটি ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হলেও, দলের প্রয়োজনে ব্যথা সারার আগেই নিদাহাসের শেষ দুই ম্যাচে মাঠে নামতে হয় তাকে। কিন্তু সে সিদ্ধান্তটি যে সম্পূর্ণ ভুল ছিলো তা বোঝা গেল সদ্য সমাপ্ত এশিয়া কাপের মাঝপথে। আঙুলের পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ফাইনাল ম্যাচে দল হেরে গিয়েছে একদম শেষ বলে, দেশে ফিরে সাকিবের আঙুলের ব্যাপারেও মিলেছে দুঃসংবাদ। ইনফেকশন হয়ে আঙুলের ভেতরে জমে গিয়েছিল পুঁজ। তাৎক্ষণিকভাবে সে পুঁজ অপসারণ করে ফেলায় মিলেছে রক্ষা, নয়তে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারতো পুরো হাতে।

দেশেই এই ইনফেকশনজনিত সমস্যা চিকিৎসা নেন সাকিব। তবে এখন তৈরি হয়েছেন আঙুলের উন্নত চিকিৎসার জন্য। প্রথমে আমেরিকার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় আঙুলের চিকিৎসা করাবেন সাকিব।

আরও পড়ুন

খালি পেটে লিচু হতে পারে মৃত্যুর কারণ

চলছে গ্রীষ্মকাল। আম, কাঠাল, লিচুর কাল। এ সময়ে তীব্র তাপদাহে অতিষ্ট মানুষের একমাত্র তৃপ্তি আম, কাঠাল, লিচুসহ নানা মৌসুমী ফলের রস। তবে ভয়ে থাকতে হয় ভেজাল আর ফরমাল...

সাবেক এমপি'র বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদ গোপনের অভিযোগে গাইবান্ধার সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) ডা. আবদুল কাদের খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযো...

সাকিব বিশ্বকাপের ডেন্জারম্যান: রিকি পন্টিং

অস্ট্রেলিয়ার টানা তিন বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এরমধ্যে দু’টি বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হিসেবে। তাই বিশ্বকাপের হিসেবটা যে ভালোই বোঝেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি...

ক্রিকেট বিশ্বকাপের যে ৭ টি মজার তথ্য অজানা!

দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর মাত্র কিছুদিন পরই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। বিশ্বের সেরা ১০ টি দল লড়াই করবে একটি বিশ্বকাপ ট্রফির জন্য। তবে...