DBC News
চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

চিকিৎসার জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

আঙ্গুলের ইনজুরির উন্নত চিকিৎসার জন্য আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে তার ইনজুরির সবশেষ অবস্থা জানা যাবে। আর সে অনুযায়ী অস্ত্রোপচারের তারিখও ঠিক করা হবে।

আপাতত চিকিৎসা নিয়েছেন, ঢাকার অ্যাপোলো হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা একমাস পর অস্ত্রোপচার করতে চেয়েছেন। তবে আঙ্গুলের বর্তমান অবস্থা দেখিয়ে পরামর্শ নেয়া হচ্ছে অস্ট্রেলিয়ান ডাক্তারের। এজন্য সাকিব সিডনির উদ্দেশ্যে রওয়ানা হবেন রাত বারোটায়। গেল এশিয়া কাপে ইনজুরি নিয়েই অংশ নেন সাকিব, তামিম। আসর থেকে ফিরে এ দু'জনের বাইরে অধিনায়ক মাশরাফীও পড়েছেন আঙ্গুলের ইনজুরিতে।

গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাতপান বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। তখন নিদাহাস ট্রফির তিনটি ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হলেও, দলের প্রয়োজনে ব্যথা সারার আগেই নিদাহাসের শেষ দুই ম্যাচে মাঠে নামতে হয় তাকে। কিন্তু সে সিদ্ধান্তটি যে সম্পূর্ণ ভুল ছিলো তা বোঝা গেল সদ্য সমাপ্ত এশিয়া কাপের মাঝপথে। আঙুলের পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি বিশ্বসেরা এ অলরাউন্ডার।

ফাইনাল ম্যাচে দল হেরে গিয়েছে একদম শেষ বলে, দেশে ফিরে সাকিবের আঙুলের ব্যাপারেও মিলেছে দুঃসংবাদ। ইনফেকশন হয়ে আঙুলের ভেতরে জমে গিয়েছিল পুঁজ। তাৎক্ষণিকভাবে সে পুঁজ অপসারণ করে ফেলায় মিলেছে রক্ষা, নয়তে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারতো পুরো হাতে।

দেশেই এই ইনফেকশনজনিত সমস্যা চিকিৎসা নেন সাকিব। তবে এখন তৈরি হয়েছেন আঙুলের উন্নত চিকিৎসার জন্য। প্রথমে আমেরিকার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় আঙুলের চিকিৎসা করাবেন সাকিব।

আরও পড়ুন

'প্রযুক্তি নির্ভর দেশ গড়া হচ্ছে'

তরুণদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ গড়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সার্ভিস, এমএনপি কার্যক...

‘কোন দলের নয় জনগণের কথায় চলে ইসি’

কোন ব্যাক্তি বা দল নয় নির্বাচন কমিশন জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রবিবার একাদশ জাতীয় সংসদ নির্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৩৫০তম ওডিআই খেলবে বাংলাদেশ

তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটিতে আজ রবিবার দুপুরে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের মধ্য দিয়েই নিজেদের সাড়ে তিনশোতম ওডিআই ম্যাচ খেলবে টাইগাররা। মিরপুর শেরে-বাংলা...

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাংলাদেশের চ্যালেঞ্জ

এশিয়া কাপের মতোই সমান চ্যালেঞ্জ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও। জিততে হলে দিতে হবে শতভাগ। দল নিয়েও চলবে পরীক্ষা-নিরীক্ষা। এজন্য গোটা জাতির সমর্থন চান ক্যাপ্টেন মাশ...