DBC News
সাত স্থপতিকে সম্মাননা প্রদান

সাত স্থপতিকে সম্মাননা প্রদান

দেশের স্থাপত্য শিক্ষায় ভূমিকা রাখার জন্য ৭ জন অগ্রণী শিক্ষককে 'ক্রাউন আয়জোনিল' এর পক্ষ থেকে আজীবন সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট মিলনায়তনে তাদের এ সম্মাননা দেয়া হয়। এই সাত স্থপতি হলেন. শাহ আলম জহির উদ্দিন, অধ্যাপক এম.এ মুক্তাদির, অধ্যাপক মীর মোবাশ্বের আলী, অধ্যাপক কাজী জাহেদুল হাসান, অধ্যাপক সামসুল ওয়ারেস, অধ্যাপক খায়রুল এনাম এবং অধ্যাপক রফিকুল হুসাইন। তাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।