DBC News
আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী

আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী

শেষ হলো তৃতীয় আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনী-২০১৮। ফোকাস বাংলা আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ইরান, নেপাল ও চীনের ৩৭১জন শিশু চিত্রশিল্পী।

গেলো ৫ই অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় শিল্পী অমিত কাপুর ও নেপালি চিত্রশিল্পী আনিতা বাত্রাই।

প্রদর্শনীতে ক্যানভাস ও কাগজে জল, তেল,প্যাস্টেল ও এক্রিলিক রঙে আঁকা ছবিতে ফুটে ওঠে শিশুমনের বর্ণীল জগত। ফুটে ওঠে শিশুশিল্পীদের কল্পবাস্তবতার নানা দৃশ্যপট।

পেইন্ট ইওর ড্রিম স্লোগানের মধ্য দিয়ে আয়োজিত এই প্রদর্শনী পরিণত হয় এশিয়ার নানা অঞ্চলের শিশুশিল্পীদের মিলনমেলায়।