DBC News
নিউইয়র্কে আহকাম উল্লাহর একক আবৃত্তি সন্ধ্যা

নিউইয়র্কে আহকাম উল্লাহর একক আবৃত্তি সন্ধ্যা

নিউইয়র্কে বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আহবায়ক মোহাম্মদ আহকাম উল্লাহর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে সাপ্তাহিক আজকাল ও আনন্দধ্বনি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পিএস সিক্সটি নাইন ভবনে আয়োজিত এ অনুষ্ঠান পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়।

নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কবিতা সন্ধ্যার উদ্বোধন করেন।

মন্ত্রমুগ্ধ হয়ে আবৃত্তিকার মোহাম্মদ আহকাম উল্লাহর আবৃত্তি উপভোগ করেন শ্রোতারা। একক কণ্ঠে আবৃত্তির এ অনুষ্ঠানের নাম দেয়া হয় ‘আমি আর আমার দেশ’। আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং আনন্দধ্বনির কর্ণধার অর্গ সারথি সিকদার অনুষ্ঠানে যোগ দেয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে প্রায় ৩০ টি কবিতা আবৃত্তি করেন আহকাম উল্লাহ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ডিবিসি নিউজ ও কালার্স ম্যাগাজিন।

আরও পড়ুন

বিজয় ফুল উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতা

সংযুক্ত আরব আমিরাতে বিজয় ফুল উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমিরাত থেকে সাইফুল ইসলাম তালুকদার জানান, অনুষ্ঠানে বিজয় ফুল তৈরীর পাশাপাশি চিত্রাংকন...

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ২০১৯-২০২০ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১১ই ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে...

চলে গেলেন  আমজাদ হোসেন

প্রখ্যাত চলচিত্র নির্মাতা আমজাদ হোসেন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে সাজ্জাদ হোসেন দোদুল...

বিজয়ের ৪৭ বছর পূর্তিতে ‘সিডনি বাঙালী কমিউনিটি’র উৎসব

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগান নিয়ে ‘সিডনি বাঙালী কমিউনিটি’ আয়োজন করেছে বিজয়ের ৪৭ বছর পূর্তি উৎসবের। রবিবার স...