DBC News
মহাসমাবেশের ডাক প্রতিবন্ধী শিক্ষার্থীদের

মহাসমাবেশের ডাক প্রতিবন্ধী শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। এদিকে এ বিষয়ে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে সোমবার বিকেল পাঁচটায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় এ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। এ সময় তারা বলেন, দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে।

তবে, আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিকেলে নৌ পরিবহণ মন্ত্রী বলেন, আগামী ১৪ই অক্টোবর সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ।

এদিকে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়ক ও দিনাজপুরে মহাসড়ক-রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। একই দাবিতে রংপুরে কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

দিনাজপুরে অবরোধ কর্মসূচিতে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন, দ্রুতযান এক্সপ্রেস এবং পার্বতীপুর থেকে দিনাজপুর অভিমুখী কাঞ্চন ট্রেন আটকা পড়ে। এছাড়া টাঙ্গাইল ও নেত্রকোণায় কোটা বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়।

আরও পড়ুন

'প্রযুক্তি নির্ভর দেশ গড়া হচ্ছে'

তরুণদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ গড়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সার্ভিস, এমএনপি কার্যক...

‘কোন দলের নয় জনগণের কথায় চলে ইসি’

কোন ব্যাক্তি বা দল নয় নির্বাচন কমিশন জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রবিবার একাদশ জাতীয় সংসদ নির্ব...

‘শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয়’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়া সম্ভব নয়’।  শনিবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে স্বায়ত্বশা...

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত

প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১-১৮ই ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এ...