DBC News
'উপহার' সিনেমাহল বাঁচানোর দাবি

'উপহার' সিনেমাহল বাঁচানোর দাবি

রাজশাহী শহরের সবশেষ সিনেমা হলটি বাঁচানোর দাবি জানিয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ নগরীর জনগণ।

সোমবার বিকেলে, রাজশাহী চলচ্চিত্র সংসদের আয়োজনে 'উপহার' সিনেমা হলের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, রাজশাহী শহরের সংস্কৃতি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।

এ সময় রাষ্ট্রীয় উদ্যোগে সিনেমা হলগুলোকে রক্ষা করার জন্য সংসদে পয়েন্ট অব অর্ডার তোলার কথা জানান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এছাড়া, রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি জেলায় একটি করে সিনেমা হল তৈরির দাবি জানান মুক্তিযোদ্ধা, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।