DBC News
'দেবী' চলচ্চিত্রের প্রচারণায় শিল্পীরা

'দেবী' চলচ্চিত্রের প্রচারণায় শিল্পীরা

'দেবী' চলচ্চিত্রের প্রচারণার আয়োজন করা হয় রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে। সেখানে ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

আগামী ১৯শে অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'দেবী'। চলচ্চিত্রে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

সোমবার বিকেলে, ব্রিটিশ কাউন্সিলে আয়োজিত প্রচারণায় তারা 'দেবী' চলচ্চিত্র নিয়ে নানা তথ্য জানান ভক্তদের। প্রচারণা অনুষ্ঠানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জনপ্রিয় এই দুই শিল্পী।

দেবী'র প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে দেবির লোগো সম্বলিত শাড়ি, পাঞ্জাবি, ফতুয়াসহ বৈচিত্রময় সব পোশাক।

'দেবী' দেখার জন্য সবাইকে সিনেমা হলে যাওয়ার অনুরোধ করেন জয়া আহসান  ও চঞ্চল চৌধুরী।