বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এর উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছ।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায়, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আড়াইশ' জন সাইক্লিস্টের র্যালিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য 'পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য'।
র্যালি শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহিত কামাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর পরিচালক ডা. মোহাম্মদ ফারুক আলম ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সভাপতি ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী।
র্যালিটির সাইক্লিং পার্টনার হিসেবে ছিলো সাউথ ঢাকা সাইক্লিস্ট ও সামগ্রিক ব্যবস্থাপনায় বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।