DBC News
শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

শপথ নিলেন আপিল বিভাগের তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেয়া আপিল বিভাগের নতুন তিন বিচারপতি হলেন, জিনাত আরা, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান ননী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল সোমবার হাইকোর্ট বিভাগ থেকে তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি ছিলেন। এ চারজন বিচারপতি হলেন, বিচারপতি ইমান আলী, হfসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপন বড় ভাই।

নতুন এই তিন বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা সাতজনে উন্নীত হলো।

প্রসঙ্গত, এক সময় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ছিলো ১১ জন। গেলো নভেম্বর পর্যন্তও দু’টি বেঞ্চে বিচারকাজ চলে। আপিল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তিন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়।

দীর্ঘদিন বিচারপতি নিয়োগ না দেয়ায় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা বাড়তে থাকে। বিচারাধীন মামলার সংখ্যা বৃদ্ধির পেছনে বিচারক স্বল্পতাকেই মূল কারণ বলে মনে করেন আইনজ্ঞরা।

আরও পড়ুন

খালি পেটে লিচু হতে পারে মৃত্যুর কারণ

চলছে গ্রীষ্মকাল। আম, কাঠাল, লিচুর কাল। এ সময়ে তীব্র তাপদাহে অতিষ্ট মানুষের একমাত্র তৃপ্তি আম, কাঠাল, লিচুসহ নানা মৌসুমী ফলের রস। তবে ভয়ে থাকতে হয় ভেজাল আর ফরমাল...

সাবেক এমপি'র বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদ গোপনের অভিযোগে গাইবান্ধার সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) ডা. আবদুল কাদের খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযো...

শিয়ালের মাংস বিক্রি: এক ব্যক্তির কারাদণ্ড

নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে জেলা শহর মাইজদীতে অভিযানে ওই ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়। দ...

নুসরাত হত্যা মামলা: সাবেক সেই ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে গ্রেপ্তারি পরোয়ানা জা...