DBC News
চাঁদপুর-২: ব্যস্ত সময় কাটছে মনোনয়ন প্রত্যাশীদের

চাঁদপুর-২: ব্যস্ত সময় কাটছে মনোনয়ন প্রত্যাশীদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটছে চাঁদপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশীদের। আর বড় দুই দল থেকে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন।

উত্তর ও দক্ষিণ মতলব এই দুই উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৫৪৩জন।

এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু এবারও এ আসনে নির্বাচন করতে চান।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেন, 'আওয়ামী লীগ সভাপতি যদি মনে করেন জনগণের কাছে আমার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আছে, তাহলে তিনি অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন।'

এছাড়া দলীয় মনোনয়নের আশায় প্রচারণা চালানো এম ইসফাক আহসান বলেন, 'এই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করার জন্য প্রস্তুত আছি।'

আর বিএনপি থেকে মনোনয়ন চান সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত মো. নুরুল হুদার ছেলে তানভীর হুদা। এছাড়া মাঠে রয়েছেন ড. জালাল উদ্দিন, এম এ শুক্কুর পাটোয়ারী ও উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জালাল উদ্দিন বলেন, 'যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে কাজ করছি এবং তারাই আমাকে এই আসনে সংসদ সদস্য হিসেবে চাচ্ছে। এইজন্য আমি বিশ্বাস করি মনোনয়ন আমাকেই দেয়া হবে।'

বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী বলেন, 'আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে আশা করি এই আসনের দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে।'

আর জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চান ইমরান হোসন মিয়া।

নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম। আর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আরও পড়ুন

বগুড়া-৬ আসনের প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া!

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এছাড়া দলের স্থানীয় চার নেতাকেও মনোনয়নপত্র নিতে বলেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে নয়া...

ধান কেটে দেবে ছাত্রলীগ

ধানের দাম কম হওয়ার কারণে দেশের অনেক জায়গার কৃষকরা ধান কাটছেন না। ন্যায্য দামের দাবিতে ধানখেতে আগুনও ধরিয়ে দেয়ার মত ঘটনাও ঘটেছে। বেরিয়েছে কৃষকের আত্মহত্যার খবরও।...

দুপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

মেহেরপুরের গাংনীতে দুপক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রাতে গাংনী উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোলাগুলির শব্দে গ্রামের মানুষের ঘুম ভা...

নাটোরে পিকআপের ডিম নষ্টের ঘটনায় ওসি ক্লোজড

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় পিকআপের ডিম নষ্টের ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম সিকদারকে বগুড়া হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে ক্লোজ করা হয়...