DBC News
চাঁদপুর-২: ব্যস্ত সময় কাটছে মনোনয়ন প্রত্যাশীদের

চাঁদপুর-২: ব্যস্ত সময় কাটছে মনোনয়ন প্রত্যাশীদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটছে চাঁদপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশীদের। আর বড় দুই দল থেকে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন।

উত্তর ও দক্ষিণ মতলব এই দুই উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৫৪৩জন।

এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপু এবারও এ আসনে নির্বাচন করতে চান।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপু বলেন, 'আওয়ামী লীগ সভাপতি যদি মনে করেন জনগণের কাছে আমার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আছে, তাহলে তিনি অবশ্যই আমাকে মনোনয়ন দেবেন।'

এছাড়া দলীয় মনোনয়নের আশায় প্রচারণা চালানো এম ইসফাক আহসান বলেন, 'এই এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি। আগামী সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করার জন্য প্রস্তুত আছি।'

আর বিএনপি থেকে মনোনয়ন চান সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত মো. নুরুল হুদার ছেলে তানভীর হুদা। এছাড়া মাঠে রয়েছেন ড. জালাল উদ্দিন, এম এ শুক্কুর পাটোয়ারী ও উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জালাল উদ্দিন বলেন, 'যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নিয়ে কাজ করছি এবং তারাই আমাকে এই আসনে সংসদ সদস্য হিসেবে চাচ্ছে। এইজন্য আমি বিশ্বাস করি মনোনয়ন আমাকেই দেয়া হবে।'

বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী বলেন, 'আমাকে দলীয় মনোনয়ন দেয়া হলে আশা করি এই আসনের দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে।'

আর জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চান ইমরান হোসন মিয়া।

নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম। আর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আরও পড়ুন

বুধবার থেকে আ. লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল ইমেজ আর বর্তমান সরকারের টানা ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নামছে আওয়ামী লীগ। নির্...

বুধবার নির্বাচনি প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট

আগামীকাল সিলেটে হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনি প্রচারণা শুরু করবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচ...

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এ...

ভোট আতঙ্কে দিনাজপুরের একটি গ্রামের মানুষ

নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, পাল্লা দিয়ে আতঙ্ক বাড়ছে দিনাজপুরের কর্নাই গ্রামের বাসিন্দাদের। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় হামলার শিকার হন ওই গ্রামের সংখ্...