২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তুষ্ট জানিয়ে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তারা আশা করেছিলেন, এ ঘটনার মূল নায়ক তারেক রহমানেরও মৃত্যুদণ্ড হবে।‘
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার সব পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই কারণেই সব মামলার বিচার হচ্ছে।
২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ের কপি পাওয়ার পর সেটি পর্যালোচনা করে তারেক রহমান, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হারিছ চৌধুরীকে সাজা ফাঁসিতে বর্ধিত করা যায় কি না, সেজন্য উচ্চ আদালতে আপিল করবেন তাঁরা।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী একথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, তাঁরা যতটুকু জেনেছেন, এ ঘটনায় ৫২ জন আসামির মধ্যে ৪৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড ও কয়েক মেয়াদে সাজা দেয়া হয়েছে।
আইনমন্ত্রী বলেছেন, তাঁরা মনে করেন, ‘এ ঘটনার মূল নায়ক তারেক রহমান। তাই রায়ে তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। কারণ তিনি ষড়যন্ত্রের মূল হোতা।‘
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তারেকের সর্বোচ্চ শাস্তি চেয়ে বলেছেন, 'এই মামলার রায়ে অখুশি নয় সরকার। তবে হামলার মূল হোতা তারেকের ফাঁসি আশা করেছিলেন তারা। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ আইনজীবীরা অপরাধীদের হামলার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ তুলে ধরেছেন, এবং বিচারকগণ সঠিকভাবে বিচার করতে সক্ষম হয়েছেন।'