DBC News
পঞ্চগড়ে চলছে আন্তর্জাতিক নাট্য উৎসব

পঞ্চগড়ে চলছে আন্তর্জাতিক নাট্য উৎসব

'মানবতার জন্য নাটক' এই স্লোগানে পঞ্চগড়ে চলছে আন্তর্জাতিক নাট্য উৎসব। সাতদিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে নাট্যদল ভূমিজ।

পঞ্চগড় অডিটোরিয়ামে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন- সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী দিনে নেপালের কালচারাল কর্পোরেশন পরিবেশন করে, গীতিনাট্য- বে অফ বেঙ্গল ভার্সেস হিমালয়।

এই আয়োজনে ভারত, নেপাল এবং বাংলাদেশের ৯টি নাট্যদল অংশ নিচ্ছে। উৎসবে নাটক ছাড়াও থাকছে নেপাল-বাংলাদেশ খাদ্য উৎসব। এছাড়া আর্ট ক্যাম্প, সাহিত্য আড্ডা, থিয়েটার ক্যাম্প, শিশুদের নাট্যকর্মশালা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকছে নাট্য উৎসবে।