DBC News
ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, নিহত ৩

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, নিহত ৩

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার জাভা ও বালি দ্বীপে। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জাভা দ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পের ফলে পূর্ব জাভার সুমেনেপ জেলায়, একটি ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে এবার কোন ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগে, গেলো ২৮ সেপ্টেম্বর দেশটির সুলাওয়েসি প্রদেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

এদিকে সকালে পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপে সাত মাত্রার ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।