DBC News
রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্ত; অল্পের জন্য বেঁচে গেলেন ৬ জন

রাজশাহীতে হেলিকপ্টার বিধ্বস্ত; অল্পের জন্য বেঁচে গেলেন ৬ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, 'রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।

ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে তারা হেলিকপ্টারে ঢাকায় ফিরছিলেন। হেলিকপ্টারটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই হেলিপ্যাড মাঠে নির্মাণাধীন ভবনের সামনে আছড়ে পড়ে।

এ সময় হেলিকপ্টারে ছিলেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী। দুর্ঘটনায় সবাই আঘাত পেলেও প্রাণে বেঁচে গেছেন। ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টারের পাইলট জানান, বৈরী আবহাওয়াতে উড্ডয়নের পর পরই ইঞ্জিনে গোলোযোগ দেখা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দ্রুত অবতরণের চেষ্টা করায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।