DBC News
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। 

বৃহস্পতিবার দুপুরে, দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠি দিয়ে তাকে তলবি নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য। তিনি জানান, আগামী ১৮ই অক্টোবর সকাল ১০ টায় লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। 

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, লতিফুর রহমান সরকারি জমি দখল, বিদ্যুৎ ও গ্যাস বিল, ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া লতিফুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের কথাও জানিয়েছে, দুদক। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে লতিফুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি দুদকের তলবি নোটিশ সম্পর্কে এখনও কিছু জানেন না বলে জানান।

প্রসঙ্গত, ট্রান্সকম গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ট্রান্সকম ফুড লিমিটেড, ট্রান্সকম ইলেক্ট্রনিক লিমিটেড, ট্রান্সকম কাস্টমার প্রোডাক্টস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার, টি হোল্ডিং লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ। 

আরও পড়ুন

ডা. জাকিয়া নুরের শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংস...

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৪৯ জনের মনোনয়নপত্রই বৈধ হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে বিকেল ৫ট...

টেকনাফে ১০২ ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ১০২ ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে আত্মসমর্পণ করেন তারা। এ সময় তারা সাড়ে তিন লাখ...

জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ ছয়জন আটক

জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ফ...