DBC News
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানের দুর্নীতির অনুসন্ধান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। 

বৃহস্পতিবার দুপুরে, দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠি দিয়ে তাকে তলবি নোটিশ পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য। তিনি জানান, আগামী ১৮ই অক্টোবর সকাল ১০ টায় লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। 

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, লতিফুর রহমান সরকারি জমি দখল, বিদ্যুৎ ও গ্যাস বিল, ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া লতিফুর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের কথাও জানিয়েছে, দুদক। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই করে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে লতিফুর রহমানের কাছে জানতে চাইলে, তিনি দুদকের তলবি নোটিশ সম্পর্কে এখনও কিছু জানেন না বলে জানান।

প্রসঙ্গত, ট্রান্সকম গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ট্রান্সকম ফুড লিমিটেড, ট্রান্সকম ইলেক্ট্রনিক লিমিটেড, ট্রান্সকম কাস্টমার প্রোডাক্টস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার, টি হোল্ডিং লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ। 

আরও পড়ুন

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

সাংবাদিক মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন আরও ১৪ জন বিশিষ্ট নাগরিক। শুক...

১৭৭ রোহিঙ্গা পুনর্বাসিত, দাবি মিয়ানমারের

১৭৭ রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি করেছে মিয়ানমার, সে বিষয়ে বাংলাদেশকে কিছুই জানানো হয়নি। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার টেলিফোনে...

রাজধানীতে চলছে রমরমা মাদক ব্যবসা

জোরেশোরে মাদক বিরোধী অভিযান চললেও, রাজধানীর চিহ্নিত কয়েকটি স্পটে বন্ধ হয়নি মাদক ব্যবসা। একইসঙ্গে দিনে দুপুরে চলছে মাদক সেবন। এই পরিস্থিতির কথা স্বীকার করে, পুলি...

দু'ঘন্টার জিজ্ঞাসায় অভিযোগ অস্বীকার করলেন লতিফুর

সরকারি জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আজ সকালে, সেগুনবাগিচায় দুদকের...