DBC News
ইতালিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইতালিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির উদ্যোগে 'পরান কৃষ্ণ সাহা' স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার প্রধান অতিথি হিসেবে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। জাতীয় ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আবু তাহেরসহ আরো অনেকে। 

উদ্বোধনী ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ও  ইন্টার বাংলার মধ্যকার খেলা ২-২ গোলে শেষ হয়।