DBC News
'ঢাবি ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত পরীক্ষা হবে না'

'ঢাবি ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত পরীক্ষা হবে না'

'আগামি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

শুক্রবার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিদর্শনের সময় এ কথা বলেন, তিনি।

শুক্রবার সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে এই ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫০টি ও রাজধানীর ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষা পরিদর্শনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, 'আগামি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা গ্রহণ পদ্ধতিতে কিছু সংস্কার আনার জন্য একাডেমিক কাউন্সিলে বিষয়টি যাবে। বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতিতে পরীক্ষা হয়ে আসছে সেটি এখনও পর্যন্ত বলবৎ আছে। আর যে কোন সংস্কার করতে হলে, একাডেমিক কাউন্সিল সিদ্ধাস্ত নেবে।' 

এ বছর বিজ্ঞান অনুষদে ১ হাজার ১৫২টি, বিজনেস স্টাডিজে ৪১০টি এবং কলা অনুষদে ৫৩টি আসন রয়েছে। মোট ১ হাজার ৬শ ১৫টি আসনের জন্য লড়ছে ৯৫ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলার সময় সব ধরণের মোবাইল ফোন ও যোগাযোগ যন্ত্রপাতি নিষিদ্ধ ছিলো। সার্বিক নিরাপত্তার জন্য ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে।

আরও পড়ুন

ব্যারিস্টার মঈনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

সাংবাদিক মাসুদা ভাট্টিকে 'চরিত্রহীন' বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন আরও ১৪ জন বিশিষ্ট নাগরিক। শুক...

১৭৭ রোহিঙ্গা পুনর্বাসিত, দাবি মিয়ানমারের

১৭৭ রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি করেছে মিয়ানমার, সে বিষয়ে বাংলাদেশকে কিছুই জানানো হয়নি। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার টেলিফোনে...

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত

প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১১-১৮ই ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এ...

ঢাবি 'ঘ' ইউনিটের ফল বাতিলের দাবিতে অনশন

প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্প...