DBC News
'ঢাবি ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত পরীক্ষা হবে না'

'ঢাবি ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত পরীক্ষা হবে না'

'আগামি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

শুক্রবার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিদর্শনের সময় এ কথা বলেন, তিনি।

শুক্রবার সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে এই ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫০টি ও রাজধানীর ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষা পরিদর্শনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, 'আগামি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হলেও, সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা গ্রহণ পদ্ধতিতে কিছু সংস্কার আনার জন্য একাডেমিক কাউন্সিলে বিষয়টি যাবে। বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতিতে পরীক্ষা হয়ে আসছে সেটি এখনও পর্যন্ত বলবৎ আছে। আর যে কোন সংস্কার করতে হলে, একাডেমিক কাউন্সিল সিদ্ধাস্ত নেবে।' 

এ বছর বিজ্ঞান অনুষদে ১ হাজার ১৫২টি, বিজনেস স্টাডিজে ৪১০টি এবং কলা অনুষদে ৫৩টি আসন রয়েছে। মোট ১ হাজার ৬শ ১৫টি আসনের জন্য লড়ছে ৯৫ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলার সময় সব ধরণের মোবাইল ফোন ও যোগাযোগ যন্ত্রপাতি নিষিদ্ধ ছিলো। সার্বিক নিরাপত্তার জন্য ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে।

আরও পড়ুন

ডা. জাকিয়া নুরের শপথ গ্রহণ

একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন। আজ শনিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংস...

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনকে বিজয়ী ঘোষণা

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৪৯ জনের মনোনয়নপত্রই বৈধ হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে বিকেল ৫ট...

বিসিএসআইআর'র বিজ্ঞানমেলায় ৭৮টি প্রকল্প

তিন দিনের বিজ্ঞান মেলায় ৭৮টি প্রকল্প নিয়ে হাজির হয়েছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব। এ সব প্রকল্পে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয় থেকে...

'এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে'

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছোটখাটো যে ব্যত্যয় ঘটেছে তা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপ...