DBC News
মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ ১০৬তম

মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ ১০৬তম

মাবন সম্পদ উন্নয়নে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের ২০১৮ সালের মানবসম্পদ সূচক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।  সূচক অনুযায়ী, ১৫৭টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৬তম। ভারত ও পাকিস্তান ১১৫ ও ১৩৪ তম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ ও স্বাস্থ্য সেবার বিদ্যমান মান বিবেচনা করলে বাংলাদেশের শিশুরা ভারত ও পাকিস্তানের শিশুদের চেয়ে বেশি উৎপাদনশীল।  বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যৌথ বার্ষিক সভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক বলছে, মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ ভালো করেছে। আরও ভালো করার সুযোগ রয়েছে। কেননা প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে থাকলেও, অন্য দেশগুলো আরও অনেক ভাল করছে। 

বিশ্বব্যাংকের করা নতুন মানবসম্পদ সূচক হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স অনুসারে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে শিশুর মৃত্যুহার রোধ এবং নারী উন্নয়নে ঈর্ষর্ণীয় সাফল্য পেয়েছে দেশটি। ফলে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্ব ব্যাংক-আন্তর্জাতিক মুদ্রা তহবিল,আইএমএফ বার্ষিক সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিশ্ব ব্যাংকের এই ‘মানবসম্পদ সূচক’ বলছে, এই সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফ্রিকার দরিদ্র দেশগুলো। বিশ্ব ব্যাংকের সদস্য ১৫৭ দেশের মধ্যে সবচেয়ে পেছনে রয়েছে ‘শাদ’ আর ‘সাউথ সুদান’। এই মুহূর্তে বাংলাদেশ মানব সম্পদ উন্নয়নে, ভারত ও পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। সূচকের শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকং।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি শিশু আদর্শ অবস্থায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার পূর্ণ সুযোগ পেয়ে বেড়ে উঠতে পারলে পূর্ণবয়স্ক হওয়ার পর তার উৎপাদনশীলতা যে অবস্থায় পৌঁছানোর কথা, বাংলাদেশে জন্ম হলে তার উৎপাদনশীলতা হবে তার ৪৮ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে এই হার ৪৪ শতাংশ, পাকিস্তানে ৩৯ শতাংশ, মিয়ানমারে ৪৭ শতাংশ। আর শ্রীলঙ্কায় ৫৮ শতাংশ, আর নেপালে ৪৯ শতাংশ।

সূচকের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরে এই হার ৮৮ শতাংশ, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ৮৪ শতাংশ। কানাডায় এই হার ৮০ শতাংশ, জার্মানিতে ৭৯ শতাংশ, যুক্তরাজ্যে ৭৮ শতাংশ, যুক্তরষ্ট্র ও ফ্রান্সে ৭৬ শতাংশ, রাশিয়ায় ৭৩, চীনে ৬৭ শতাংশ, তুরস্কে ৬৩ শতাংশ, ব্রাজিলে ৫৬ শতাংশ। আর সূচকের একেবারে নিচে থাকা শাদে এই হার ২৯ শতাংশ, সাউথ সুদানে ৩০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে পাঁচ বছরের বেশি বয়স পর্যন্ত টিকে যাওয়া শিশুর হার ৯৭ শতাংশ। ভারতে এই হার ৯৬ শতাংশ, পাকিস্তানে ৯৩ শতাংশ, শ্রীলঙ্কায় ৯৯ শতাংশ।
 

আরও পড়ুন

প্রথম পর্বের আখেরি মোনাজাতে মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব; মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। সকাল পৌনে ১১ টায় এ মোনাজাত শুরু হয়, পরিচালনা করেন মাওলানা যোবায়ে...

ডাকসু হবে ভবিষ্যত নেতা তৈরির সূতিকাগার

শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ছাড়াও ডাকসু হবে ভবিষ্যত নেতা তৈরির সূতিকাগার। নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে এবার ডাকসুর কর্মকাণ্ডে যোগ হবে নতুন মা...

যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রেহে জরুরি অবস্থা জারি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রেহে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  শুক্রবা...

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত পাঁচজন। পুলিশসহ আহত হয়েছে আরো অনেকে। শুক্রবার ইলিনয় রাজ্যের আরোরার বাণিজ্যিক এলাকার একটি কার...