DBC News
আবারও সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

আবারও সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

মত প্রকাশের স্বাধীনতা নেই-এমন অভিযোগ করে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত সভা বর্জন করেছেন, কমিশনার মাহবুব তালুকদার। আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভার শুরুতে 'নোট অব ডিসেন্ট' দিয়ে সভা বর্জন করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন সচিবালয়। সকালে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশনের ৩৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় চার কমিশনার, কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। তবে সভা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় 'নোট অব ডিসেন্ট' দিয়ে সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার।

এ ব্যাপারে জানতে চাইলে কোন মন্তব্য করতে চাননি নির্বাচন কমিশনার মাহবুব।

তবে নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ৫ দফা প্রস্তাব নিয়ে সভায় বক্তব্য দিতে চেয়েছিলেন এই নির্বাচন কমিশনার। কিন্তু সেই সুযোগ না পাওয়ায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তিনি বেরিয়ে যান তিনি। গত ৮ই অক্টোবর কমিশনে দেয়া এক অনানুষ্ঠানিক নোটে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ ঐ পাঁচ দফা প্রস্তাব দিয়েছিলেন মাহবুব তালুকদার। নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীর কার্যপরিধি নির্ধারণ, সবার জন্য সমান সুযোগ রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের অয়োজন, ভোটে নিরপেক্ষতা নিশ্চিত করা, ইসির সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে নিজের মতামত সেখানে তিনি তুলে ধরেন তিনি।

'নোট অব ডিসেন্টে' তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশন কোনভাবেই আমার অধিকার খর্ব করতে পারে না, বাকস্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা আমার সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার।’

তিনি আরও লিখেছেন, ‘এমতাবস্থায় অনন্যোপায় হয়ে আমি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে 'নোট অব ডিসেন্ট' প্রদান করছি এবং প্রতিবাদ স্বরূপ কমিশন সভা বর্জন করছি।’

মাহবুব তালুকদার লিখেছেন, 'কমিশন সভায় তাকে বক্তব্য উপস্থাপন করতে না দেয়ার বিষয়ে কমিশনারদের ‘অভিন্ন অবস্থান’ তাকে ‘বিস্মিত ও মর্মাহত করেছে।’
এছাড়া, ঐ পাঁচ দফা প্রস্তাব কমিশন সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত করারও অনুরোধ করেছেন এই নির্বাচন কমিশনার।

এর আগে, গেল ৩০শে আগস্ট নির্বাচনে ইভিএম সংযুক্ত করা নিয়ে 'নোট অব ডিসেন্ট' দিয়ে সভা বর্জন করেছিলেন এই নির্বাচন কমিশনার। এরপর দেড় মাসের বিরতি দিয়ে আজ ডাকা হয়েছে ইসির ৩৬তম কমিশন সভা।