DBC News
‘ঘ’ ইউনিটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

‘ঘ’ ইউনিটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এই আবেদন করেন। ফল বাতিলের পাশাপাশি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে ওই আবেদনে।

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার আদেশ চেয়েছেন তিনি। শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে এই রিট আবেদনে বিবাদী করা হয়েছে। 

প্রসঙ্গত, এ বছর ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৯৫ হাজার ৩৪১জন। গত শুক্রবার সকাল ১০টা থেকে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে ৯টা ১৭ মিনিটে পরীক্ষার হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া যায়। পরীক্ষা শেষ হলে যাচাই করে দেখা গেছে, এর সঙ্গে মোট ৭২টি প্রশ্নের হুবহু মিল রয়েছে। 

এই অবস্থায় মঙ্গলবার পরীক্ষার ফল ঘোষণা করা হয়। তাতে ৭০ হাজার ৪৪০ শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ২৬ দশমিক ২১ শতাংশ। যা বিগত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ থেকে প্রায় তিনগুণ। 

এছাড়া, 'ঘ' ইউনিটে প্রথম হওয়া শিক্ষার্থী গ ইউনিটের পরীক্ষায় উর্ত্তীণ হতে পারেনি। 'ঘ' ইউনিটের বাংলায় ত্রিশে ত্রিশ, ইংরেজিতে ত্রিশে ২৭.৩০ এবং সর্বমোট ১২০ এ ১১৪.৩০ পেয়েছেন।  অথচ 'গ' ইউনিটের পরীক্ষায় ইংরেজিতে পেয়েছেন মাত্র ২.৪০ এবং সব মিলিয়ে পেয়েছেন ৩৪.৩২।

আরও পড়ুন

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

শাহরিয়ার শহীদ আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপণা সম্পাদক শাহরিয়ার শহীদ মারা গেছেন।  তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধ...

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

আস্থা বাড়ছে মাদ্রাসা শিক্ষার্থীদের

বর্তমান সরকারের প্রতি আস্থা সৃষ্টি হয়েছে বলে জানালেন কওমী মাদ্রাসাভিত্তিক শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নত...

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের কপি প্রকাশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের চূড়ান্ত কপি প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপি হাতে পেয়েছেন খালেদা জিয়া ও দুদকের আইনজীবীরা। ছয় শতাধিক পৃষ্ঠার এ রায় হ...

নির্বাচন না করতে দেয়ার জন্য আদালতকে বললেন, খালেদা জিয়া

'আদালতে আটকে রাখলে নির্বাচনে অংশ নেয়া সম্ভব নয়। তাই তাকে নির্বাচন করতে না দেয়ার জন্য আদালতকে বলেছেন, বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার সকালে,...