DBC News
২০১৬ সাল থেকে ৪৮ জনকে বরখাস্ত করেছে গুগল

২০১৬ সাল থেকে ৪৮ জনকে বরখাস্ত করেছে গুগল

যৌন হয়রানির অভিযোগে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১৩ জ্যেষ্ঠ  ব্যবস্থাপকসহ ৪৮ জনকে বরখাস্ত করেছে গুগল। নারী কর্মীদের জন্য কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

অশোভন আচরণের বিরুদ্ধে গুগল আরও কঠোর হতে যাচ্ছে বলে কর্মীদের কাছে পাঠানো ওই চিঠিতে জানানো হয়। চার বছর আগে অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যান্ডি রুবিনকে যৌন হয়রানির অভিযোগে গুগল থেকে বরখাস্ত করা হয়েছিলো বলে প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনটি প্রকাশের পরই সুন্দর পিচাই কর্মীদের এ চিঠি পাঠান।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বরখাস্ত রুবিনকে প্রায় ৯০ মিলিয়ন ডলারের ‘এক্সিট প্যাকেজ’ দিয়েছিলো গুগল। তবে, সুন্দর পিচাইয়ের দাবি, অশোভন আচরণের অভিযোগে পদচ্যুত কোন কর্মীকে ‘এক্সিট প্যাকেজ’ দেয়া হয়নি।

তবে অ্যান্ডি রুবিনের এক, মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৪ সালে রুবিন নিজেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় তিনি প্লেগ্রাউন্ড নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান চালুর জন্যই চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন।

 

আরও পড়ুন

ইরানের সামরিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ক্ষেপণাস্ত্র উন্মোচন

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির উপস্থিতিতে আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিব...

সৌদির বিমান ঘাঁটিতে ইয়েমেনি ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। বৃহস্পতিবার, ইরান ভিত্তিক এক...

গ্রিনল্যান্ডে দ্রুত বরফ গলছে, ঝুঁকিতে বাংলাদেশ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে এক সপ্তাহের ব্যবধানে আরেকটি ‘দুঃসংবাদ’ শোনালেন বিজ্ঞানীরা। এর ফলে বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলগুলোর হুমকি আরও বেড়ে গেল বল...

চীনা নাগরিকদের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

হংকং আন্দোলন নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে চীনা নাগরিকদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার ও ফেসবুক কর্তৃপক্ষ। চীনা নাগরিকদের মোট টুইটার ৯৩৬টি অ্য...