DBC News
২০১৬ সাল থেকে ৪৮ জনকে বরখাস্ত করেছে গুগল

২০১৬ সাল থেকে ৪৮ জনকে বরখাস্ত করেছে গুগল

যৌন হয়রানির অভিযোগে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১৩ জ্যেষ্ঠ  ব্যবস্থাপকসহ ৪৮ জনকে বরখাস্ত করেছে গুগল। নারী কর্মীদের জন্য কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

অশোভন আচরণের বিরুদ্ধে গুগল আরও কঠোর হতে যাচ্ছে বলে কর্মীদের কাছে পাঠানো ওই চিঠিতে জানানো হয়। চার বছর আগে অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যান্ডি রুবিনকে যৌন হয়রানির অভিযোগে গুগল থেকে বরখাস্ত করা হয়েছিলো বলে প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনটি প্রকাশের পরই সুন্দর পিচাই কর্মীদের এ চিঠি পাঠান।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বরখাস্ত রুবিনকে প্রায় ৯০ মিলিয়ন ডলারের ‘এক্সিট প্যাকেজ’ দিয়েছিলো গুগল। তবে, সুন্দর পিচাইয়ের দাবি, অশোভন আচরণের অভিযোগে পদচ্যুত কোন কর্মীকে ‘এক্সিট প্যাকেজ’ দেয়া হয়নি।

তবে অ্যান্ডি রুবিনের এক, মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, ২০১৪ সালে রুবিন নিজেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় তিনি প্লেগ্রাউন্ড নামে একটি প্রযুক্তি প্রতিষ্ঠান চালুর জন্যই চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন।

 

আরও পড়ুন

ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে ফের হারলো মে

ব্রেক্সিট চুক্তি পরিবর্তনের জন্য পুনরায় আলোচনার পরিকল্পনা নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ভোটে আবারো পরাজিত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।...

গলছে বরফ, বাড়ছে বৈশ্বিক উষ্ণতা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পৃথিবীর অনেক দেশ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায়, দ্রুত গলছে গ্রিনল্যান্ড ও আটল্যান্টিকের বরফ। যার কারণে সমুদ্রের উষ্ণতা ও উচ্...

এই দশকের শেষ 'ব্লাড মুন' সোমবার

আগামীকাল রাতের আকাশে দেখা যাবে 'সুপার ব্লাড উল্ফ মুন' এর বিরল দৃশ্য। এসময় একইসাথে সুপার মুন, চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুনের তিনটি বিশেষ ঘটনা ঘটবে। বাংলাদেশসহ এশিয়া...

উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরাযুক্ত ফোনই চাহিদার শীর্ষে দেশের বাজারে

উচ্চ ক্ষমতার ক্যামেরাযুক্ত স্মার্টফোনই এখন ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে দেশের বাজারে। বেশি দামের বিদেশি ব্র্যান্ডের বিপরীতে তুলনামূলক কম মূল্যের ফোন ছেড়ে পাল্লা...