DBC News
ঘ ইউনিটের ফের ভর্তি পরীক্ষা ১৬ই নভেম্বর

ঘ ইউনিটের ফের ভর্তি পরীক্ষা ১৬ই নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষা ১৬ই নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর মুহাম্মদ সামাদ। তিনি জানান,  আগামী ১৬ই নভেম্বর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত,  গত ১২ই অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এরই মধ্যে পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ অবস্তায় পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে আবারো ঘ ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

অকেজো সিগনাল, অসহায় ট্রাফিক!

হাতের ইশারায় চলছে ট্রাফিক সিগন্যাল। গাড়ি থামানো গেলেও, পথচারীকে থামাতে পারছে না পুলিশ। ফুটওভার ব্রিজের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পার হচ্ছে ব্যস্ত সড়ক। আর এখন পর...

লাপাত্তা আবজাল দম্পতি

দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম এখন লাপাত্তা। বিদেশযাত্র...

নন-এমপিও শিক্ষকদের বিক্ষোভ; সড়ক অবরোধ

পুলিশের বাধার মুখে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগু‌লোর শিক্ষকরা। প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ...

ডাকসুর পর চাকসু নির্বাচনের সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধাবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও প্রক্টোরিয়...