DBC News
আইয়ুব বাচ্চুর জন্য দোয়া মাহফিল

আইয়ুব বাচ্চুর জন্য দোয়া মাহফিল

রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার শান্তি কামনা করে এবি কিচেন সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। এতে অংশ নেয় আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য ও সহকর্মীরা।

সারাদেশের অজস্র সংগীতপ্রেমীকে কাঁদিয়ে রুপালি গিটার ফেলে চলে গেছেন রক কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে স্টুডিও এবি কিচেনের সামনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পীরা।

সংগীত শিল্পী আসিফ আকবর বলেন, ‘তাঁর অনুপস্থিতিতে আমরা অনুভব করছি বাংলাদেশ সঙ্গিতাঙ্গনে উনার কী অবদান ছিল।’

সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল বলেন, ‘রকস্টার বলতে যা বুঝায়, আইয়ুব বাচ্চু সেটার একটি বাংলাদেশীকরণ করেছিলেন। রকস্টারের সমস্ত বৈশিষ্ট নিয়েই উনি নিজেকে তৈরী করেছিলেন।’

স্মৃতিচারণ করেন রক কিংবদন্তির সাথে কাজের নানা অভিজ্ঞতার। সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ বলেন, ‘বাচ্চু ভাই যে কাজগুলো রেখে গেছেন, তা অপরিমেয়।’

এসময় ব্যাক্তি মানুষ হিসেবে আইয়ুব বাচ্চুর নানা দিক নিয়ে কথা বলেন এলআরবির প্রাক্তন ও বর্তমান সদস্যরা।

প্রাক্তন এলআরবি সদস্য এস আই টুটুল বলেন, ‘ভক্তদের কিভাবে ভালোবাসতে হয়, মানুষের সঙ্গে কিভাবে ভালো করে ব্যবহার করতে হয় এগুলো তাঁর কাছ থেকে শিখেছি।’

এলআরবি বেজিস্ট স্বপন বলেন, ‘উনি যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন আমরা যেন এগিয়ে নিতে পারি, সেজন্য আমাদের সঙ্গে থাকবেন।’

পরিবারের সদস্যদের পক্ষ থেকে এবির দুই সন্তান দেশবাসির কাছে দোয়া কামনা করেন তাদের পিতার জন্য।

আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার বলেন, ‘উনার কথা সবসময় মনে  রাখবেন এবং ভালোবাসবেন সবসময়।’ আর মেয়ে সাসরা আইয়ুব বলেন, ‘উনার উপর কোনও ক্ষোভ না রেখে সবাই দোআ করবেন।’

পরিবার ও ব্যান্ডের সদস্যদের পাশাপাশি ভক্ত অনুরাগীরা চোখের জলে স্মরন করে কিংবদন্তী শিল্পীকে।

আরও পড়ুন

'ডিম বালক'কে  বিয়ে করতে রাস্তায় নেমেছেন তরুণীরা

মুসলিমবিদ্বেষী অস্ট্রেলিয় সিনেটরের মাথায় ডিম ভেঙে রাতারাতি বিশ্বখ্যাত হয়ে যাওয়া বালক উইল কনোলিকে বিয়ের জন্য এখন অস্থির তরুণীরা। অস্ট্রেলিয় সিনেটর ফ্রেজারের মাথা...

জাতীয় ক্রিকেট দলে বিয়ের হিড়িক

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মোস্তাফিজ, মিরাজ আর মুমিনুল। এক সঙ্গে তিনজনের বিয়েতে মনে হচ্ছে যেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিয়ের হিড়িক পড়েছে! বাংলাদেশ জাতীয় ক্রিক...

লালন স্মরণ উৎসবের দ্বিতীয় দিন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিনদিনব্যাপী লালন স্মরণ উৎসবের দ্বিতীয় দিন আজ।গানে গানে সাইজিকে স্মরণ করার পাশাপাশি আজ দোল উৎসবে মেতেছেন ভক্তরা। উৎসবে দ্বিতীয় দি...

খামখেয়ালী সভার ৫৪ তম আড্ডা

রবীন্দ্র সাহিত্যে গীতবিতানের পূজা পর্যায়ে 'পথ' প্রসঙ্গ নিয়ে রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হলো খামখেয়ালি সভা।৫ বছর ধরে রবীন্দ্র সাহিত্য এবং এর চর্চা নিয়ে বিভ...