DBC News
একনেকে ২৪ টি প্রকল্পের অনুমোদন

একনেকে ২৪ টি প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় ২৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৪ হাজার ৭৪০ কোটি টাকা।

মঙ্গলবার, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

গত এক মাসে এ নিয়ে একশটিরও বেশি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। চলতি ২০১৮-১৯ অর্থবছরের একাদশতম একনেক সভায় ১৯ হাজার ৭৭ কোটি টাকা ব্যয়ে ২১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। দশম সভায় নতুন ও সংশোধিত ১৯টি প্রকল্প, নবম সভায় ২০টি প্রকল্প, অষ্টম সভায় ১৫টি প্রকল্প,  সপ্তম সভায় ১৪টি ও ষষ্ঠ সভায় ১৭ হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকার ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে, প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী বলেন, 'আজকের সভায় ২৪টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৪ হাজার ৭৪০ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৯ হাজার ৩৬১ কোটি ৯৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩০৬ কোটি ৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৫ হাজার ৭২ কোটি ৬৬ লাখ টাকা।'

আরও পড়ুন

ভিজিএফ এর ৫৬০ বস্তা চালসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদরে ভিজিএফ এর ৫৬০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।    মঙ্গলবার গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম তাজকির-উজ-জামানের নেতৃ...

আগামী বছর ডেঙ্গুর ভয়াবহতা সৃষ্টি হবে না: সাঈদ খোকন

পরিস্থিতির অবনতি দ্রুত হওয়ায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার...

'পদ্মাসেতু উদ্বোধনের দিনই চলবে ট্রেন'

২০২১ সালে পদ্মা সেতু উদ্বোধনের সময়ই ট্রেন চলাচল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার, সকালে রেলভবনে চীন সফর নিয়ে সংব...

ডিজিটাল সেবা চালু করছে কোটস

বিশ্বের শীর্ষ স্থানীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোটস গ্রাহকদের সুবিধার্থে ডিজিটাল সেবা চালু করছে। এতে প্রতিষ্ঠানটি সমন্বিত প্রযুক্তির মাধ্যমে নতুন একটি ব্র্যান...