DBC News
আস্থা বাড়ছে মাদ্রাসা শিক্ষার্থীদের

আস্থা বাড়ছে মাদ্রাসা শিক্ষার্থীদের

বর্তমান সরকারের প্রতি আস্থা সৃষ্টি হয়েছে বলে জানালেন কওমী মাদ্রাসাভিত্তিক শিক্ষক-শিক্ষার্থীরা। সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করেন তারা।

কওমি ধারার সংশ্লিষ্ট আলেম ও কর্তৃপক্ষ অনেকটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরে থেকেই নিজস্ব স্বকীয়তা বজায় রেখে শিক্ষা ও জনকল্যাণে নিজেদের আত্মনিয়োগ করে আসছেন। দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমমান দেয়ার মাধ্যমে অবশেষে তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন ঘটেছে।

এজন্যই প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে সকালে শোকরানা মাহফিলের আয়োজন করা হয়। আগত শিক্ষক শিক্ষার্থীরা জানান, এরফলে সমাজের এই বিরাট অংশটি দীর্ঘদিনের অবজ্ঞা-অবহেলার থেকে বেরিয়ে আসতে পারবে।

দেশের শিক্ষাব্যবস্থার মূলধারার সঙ্গে কওমী শিক্ষা ব্যবস্থা একীভূত হওয়ায় সরকার আস্থা অর্জন করেছে বলে মত সমাবেশে আসা শিক্ষার্থীদের।

গত ১৩ই আগষ্ট কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ার নীতিগত অনুমোদন দেয়া হয় মন্ত্রীসভায়।  পরে, জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল পাসে হয়।

আরও পড়ুন

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

শাহরিয়ার শহীদ আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপণা সম্পাদক শাহরিয়ার শহীদ মারা গেছেন।  তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধ...

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত। ৯ই নভেম্বর শুক্রবার সকাল ৯টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রলালয়।  গত বৃহস্পতিবা...