DBC News
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার বেলা ৩টায় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল তাদের দাবি সম্বলিত একটি চিঠি নিয়ে নির্বfচন কমিশন সচিবালয়ে যান।

প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন, মাহামুদুর রহমান মান্না, ড. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, নঈম জাহাঙ্গীর, আ স ম আব্দুর রব, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর এবং শহীদুদ্দিন মাহমুদ স্বপন-জেএসডি।

অন্যদিকে, প্রধান নিবাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ চার কমিশনার এবং ইসি সচিব বৈঠকে উপস্থিত আছেন।

এর আগে, সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা বন্ধের দাবি সংবলিত চিঠি  নির্বাচন কমিশনকে দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। চিঠিতে ড. কামাল বলেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৮ই নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আবারও সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপের বসার ব্যাপারে ইচ্ছুক। এ প্রেক্ষাপটে আমরা মনে করি যে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়া। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ইসির অপেক্ষা করাই শ্রেয়।‘  

সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ জানিয়ে চিঠিতে ড. কামাল আরও বলেন, ‘তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণে আপনাদের এমন অপেক্ষা রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ইসির প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।‘  

আরও পড়ুন

প্রিয়া সাহার বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ

যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ জানানো প্রিয়া সাহার এনজিও শারি'র বিরুদ্ধে আনা নানা অভিযোগ তদন্ত করছে এনজিও বিষয়ক ব্যুরো।  তার সাবেক...

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে

বিভিন্ন নদ-নদীর পানি ধীর গতিতে কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কম। খাদ্য, সুপেয় পানি, নিরাপদ আশ্রয়সহ নানা সংকটে চরম দুর্ভোগে বানভাসী মানুষ।  বন্যার সঙ্গ...

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বান্দরবানের লামায় সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। লামা...

গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আইন নিজের হাতে তুলে না নিতে এবং গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে, সচিবালয়ে নিজ দপ্তরে...