DBC News
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলো কাদের সিদ্দিকীর দল

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলো কাদের সিদ্দিকীর দল

ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল- বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়েসংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ঘোষণা দেন কাদের সিদ্দিকী।

বি চৌধুরীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন-এমন আশার কথা জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, 'ড. কামাল হোসেন আমার সম্মেলনে উপস্থিত থাকবেন জানতে পেরে তিনি এখানে আসেননি। তারপরও আমার দু:খ নেই। এখন তিনি আসেননি, আশা করি ডিসেম্বরে তিনি আসবেন। আর যদি শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ও তার ছেলে মাহি বি চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখার খায়েশ থাকে তাহলে বাংলাদেশের তাকে(বি চৌধুরীকে) চায় না।'

সাবেক বিএনপি নেতা বদরুদ্দোজা চৌধুরীর উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, 'যদি ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ইচ্ছে থাকে তাহলে ৫ তারিখ বিকাল সাড়ে ৪টায় দলবল নিয়ে রাজধানীর বেইলী রোড়ে ড. কামাল হোসেনের বাসায় গিয়ে একাত্মতা প্রকাশ করবেন।' 

সংবাদ সম্মেলনে তিনি জানান, 'সুলতান মোহাম্মদ মুনসুর আমাকে ঐক্যফন্টে যোগ দিতে বলেছেন। আমি যদি যোগ দেই, তাহলে মনপ্রাণ দিয়ে কাজ করবো। আর যদি আপনাদের সঙ্গে নাও থাকতে পারি, তাও জানিয়ে দেবো। তবে, যেদিন প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে সংলাপ করেছেন, আপনাদের বিজয় হয়ে গেছে। আমি যেখানেই থাকি না কেন, জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকাতে পারবে না।' 

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের আগে মনে হয়েছিল আওয়ামী লীগ ২০ সিট পাবে- এমন মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, 'গত ৪ দিন ধরে আমরা দেখছি, আওয়ামী লীগ আগামী নির্বাচনে ১৯ সিট পাবে। এর বেশি পেলে আমাকে সাজা দিয়েন।' 

সংবাদ সম্মেলনে, প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, 'জাতীয় ৪ নেতার স্বপ্নকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টকে আরও সুসংগঠিত করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তাতেও ছিল জাতীয় ঐক্য। এখন মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো আমরা। কামাল হোসেন বলেন, গণতন্ত্রকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে। কিন্তু কেউ পারেনি। স্বৈরাচারও চেষ্টা করেছে। আগামীতেও কেউ ধ্বংস করতে পারবে না। বাঙালিকে কেউ পরাজিত করতে পারেনি। জাতির পিতা সেটা প্রমাণ করেছেন।'

আরও পড়ুন

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে

বিভিন্ন নদ-নদীর পানি ধীর গতিতে কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কম। খাদ্য, সুপেয় পানি, নিরাপদ আশ্রয়সহ নানা সংকটে চরম দুর্ভোগে বানভাসী মানুষ।  বন্যার সঙ্গ...

সারাদেশে নৌযান চলাচল বন্ধ

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী, ডাকাতি বন্ধসহ ১১ দফা দাবিতে মধ্যরাত থেকে সারাদেশে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।...

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বান্দরবানের লামায় সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। লামা...

গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আইন নিজের হাতে তুলে না নিতে এবং গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে, সচিবালয়ে নিজ দপ্তরে...