DBC News
চাকরি ও বিয়ের আগে মাদক পরীক্ষা বাধ্যতামূলক

চাকরি ও বিয়ের আগে মাদক পরীক্ষা বাধ্যতামূলক

বাংলাদেশের যেকোনও চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা ও কাবিন রেজিস্ট্রির আগে বর-কনের রক্তে মাদক ও থ্যালাসেমিয়া আছে কি না তার পরীক্ষা করা বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে মেডিকেল সার্টিফিকেট দাখিল করা কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

গত ৫ই জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী একটি রিট দায়ের করেন। এতে বলা হয়, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সঙ্গে একই রোগে আক্রান্ত কারও বিয়ে হলে অনাগত সন্তান বিকলাঙ্গ হওয়ার আশংকা থাকে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

এছাড়া, দেশের মাদকাসক্তদের মধ্যে শতকরা ৬৫ ভাগ তরুণ। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ মাদকাসক্তি। তাই বিদ্যমান নিকাহনামার দু'টি ধারায় বর-কনের জন্ম সনদের পাশাপাশি ডোপ টেস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক করা জরুরি।

আরও পড়ুন

অকেজো সিগনাল, অসহায় ট্রাফিক!

হাতের ইশারায় চলছে ট্রাফিক সিগন্যাল। গাড়ি থামানো গেলেও, পথচারীকে থামাতে পারছে না পুলিশ। ফুটওভার ব্রিজের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পার হচ্ছে ব্যস্ত সড়ক। আর এখন পর...

স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল দম্পতি লাপাত্তা

দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম এখন লাপাত্তা। বিদেশযাত্র...

অকেজো সিগনাল, অসহায় ট্রাফিক!

হাতের ইশারায় চলছে ট্রাফিক সিগন্যাল। গাড়ি থামানো গেলেও, পথচারীকে থামাতে পারছে না পুলিশ। ফুটওভার ব্রিজের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পার হচ্ছে ব্যস্ত সড়ক। আর এখন পর...

'সম্রাট' নাম নিয়ে রাস্তায় নামবে ‌'সুপ্রভাত'!

রং আর নাম পাল্টে নতুন করে আবার রাস্তায় বাস নামানোর চেষ্টা ব্যর্থ হয়ে গেছে সুপ্রভাত পরিবহণের। ঘটনা জানাজানি হয়ে গেলে ডিপো থেকে সব বাস সরিয়ে নিয়েছে তারা। জানা গেছ...