DBC News
রক্তের প্রয়োজনে এগিয়ে আসবে চুনতি সমিতি

রক্তের প্রয়োজনে এগিয়ে আসবে চুনতি সমিতি

প্রবাসে এবং দেশে যে কোনও সময় যে কারও রক্তের প্রয়োজন হলে এগিয়ে আসবে বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন চুনতি সমিতি।

আমিরাত থেকে সাইফুল ইসলাম তালুকদার জানান, রবিবার দুবাইয়ের পার্ল ক্রিক হোটেলে চুনতি সমিতির ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের নেতারা এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি দুবাইয়ের সভাপতি মৌলানা ফজলুল কবির চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম আহমেদসহ আরও অনেকে।  

অনুষ্ঠানে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে সংগঠনের সদস্য ও বাংলাদেশ কমিউনিটির নেতাদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।