DBC News
টোকিওতে ‘স্বপ্নদল’ মঞ্চস্থ করেছে ‘হেলেনকেলার’

টোকিওতে ‘স্বপ্নদল’ মঞ্চস্থ করেছে ‘হেলেনকেলার’

বাংলাদেশের অন্যতম নাট্যদল ‘স্বপ্নদল’ টোকিওতে মঞ্চস্থ করেছে বিখ্যাত ‘হেলেনকেলার’ নাটকটি। সোমবার সন্ধ্যায় রাজধানী টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে ‘হেলেন কেলার’নাটকের এককাভিনয় মঞ্চায়িত করা হয়। 

প্রথমে স্বপ্নদলের সদস্যদের দূতাবাসে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, স্বপ্নদল ‘ফেস্টিভেল টোকিও’র মত আয়োজনে অংশ নেয়ার ফলে বাংলাদেশের নাট্যশিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা জাহিদ রিপন হেলেন কেলার নাটক সম্পর্কে উপস্থিত সকলের কাছে বর্ণনা দেন এবং জাপানিদের জন্য তা অনুবাদ করা হয়।

আরও পড়ুন

সোনালী ব্যাংক-প্রবাসী মতবিনিময়

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেছে সোনালী ব্যাংক। সাগর চৌধুরী জানান, মঙ্গলবার রাতে রিয়াদে ক্রাউন প্লাজা হোটেলে সোনালী ব্যাংক প্রতিনিধি অ...

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের বিরোধ মিটলো

দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে একটি প্ল্যাটফর্মে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের ব্যানারে পুনর্মিলনী ও নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্পেনের মাদ্রিদে এ উপলক্ষ্যে অনুষ্...

সংকট আর প্রতিকূলতায় জর্জরিত মঞ্চনাটক

নানা সংকট আর প্রতিকুলতায় ডুবে আছে দেশের নাট্যদলগুলো। নেই রিহার্সালের জায়গা, নেই পর্যাপ্ত মঞ্চ আর জীবিকার নিশ্চয়তা; তারপরও থিয়েটারকে ভালোবেসে এখনো নাট্যকর্মীরা স...

 মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের পঞ্চম প্রয়াণ দিবস আজ।  ২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি।  তার প্রয়াণ দিবস উপলক্ষ্যে  জন্মস্থান প...