DBC News
আগামীকাল তফসিল

আগামীকাল তফসিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও সময়সূচি জানাতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বুধবার বিকেলে, নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে বুধবার সকালে, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, 'আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করছি আগামীকাল তফসিল ঘোষণা করা হবে।'

গত সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে, নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার দাবি জানায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। তারা সরকারের সঙ্গে সংলাপের ফলাফল দেখে তফসিল ঘোষণার আহ্বান জানায় কমিশনের প্রতি। আজ বুধবার ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে, তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবেন। 

তবে তফসিলের সময় না পেছানোর জন্য দাবি করেছে বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট সম্মিলিত জাতীয় জোট। 

গত ৪ঠা নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারদের বৈঠকে ৮ই নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। সংবিধান অনুযায়ী, ২৮শে জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন ৮ই নভেম্বর তফসিল দিয়ে ২০শে ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন

ড্রিমলাইনার বোয়িং-৭৮৭ ‘গাঙচিল’ যোগ হলো বিমানে

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যোগ হলো তৃতীয় ড্রিমলাইনার বোয়িং-৭৮৭ ‘গাঙচিল’। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রিমলাইনার বোয়িং সেভেন...

রোহিঙ্গা প্রত্যাবাসন চেষ্টা অব্যাহত রাখতে জাতিসংঘের আহ্বান

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারের ফিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার, জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থ...

শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি টেনুর মৃত্যু

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাকি...

'বিএনপি-জামায়াতের মদদেই গ্রেনেড হামলা'

বিএনপি-জামায়াতের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিক সভায় যুদ্ধের অস্ত্র গ্রেনেড হামলা নজিরবিহীন।&n...