DBC News
আগামীকাল তফসিল

আগামীকাল তফসিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও সময়সূচি জানাতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বুধবার বিকেলে, নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে বুধবার সকালে, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, 'আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করছি আগামীকাল তফসিল ঘোষণা করা হবে।'

গত সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে, নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার দাবি জানায় ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। তারা সরকারের সঙ্গে সংলাপের ফলাফল দেখে তফসিল ঘোষণার আহ্বান জানায় কমিশনের প্রতি। আজ বুধবার ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে, তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবেন। 

তবে তফসিলের সময় না পেছানোর জন্য দাবি করেছে বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট সম্মিলিত জাতীয় জোট। 

গত ৪ঠা নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারদের বৈঠকে ৮ই নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। সংবিধান অনুযায়ী, ২৮শে জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন ৮ই নভেম্বর তফসিল দিয়ে ২০শে ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

শাহরিয়ার শহীদ আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপণা সম্পাদক শাহরিয়ার শহীদ মারা গেছেন।  তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধ...

দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে টিম গঠন: মোহাম্মদ নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে একটি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শনিবার সকা...

'ঐক্যফ্রন্টের জয়ে গণতন্ত্রের বিজয় হবে'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আ...