DBC News
'সংসদ বহাল রেখেই নির্বাচন করার পক্ষে মত ২৪ দলের'

'সংসদ বহাল রেখেই নির্বাচন করার পক্ষে মত ২৪ দলের'

গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সংসদ সংবিধান মেনে এই সরকারের অধীনেই নির্বাচন করতে চায় বিএনএসহ আজকের সংলাপে আসা ২৪ দল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষে একথা জানান বিএন এ চেয়ারম্যান নাজমুল হুদা।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনী সংলাপের অংশ হিসেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন- গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামীতে যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সংলাপ শেষে নাজমুল হুদা বলেন, 'সংসদ বহাল রেখেই নির্বাচন করার পক্ষে আমরা। অনির্বাচিত সরকারের কোন দায়বদ্ধ থাকে না। তাই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে হয়।'

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এই সরকারের অধীনেই নির্বাচন চেয়েছে আজকের সংলাপে অংশ নেয়া ২৫ টি দল। এই সংলাপ ছিলো আমাদের দেশের জন্য নজিরবিহীন ঘটনা। এই সংলাপ আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।'

আগামীকাল তফসিল ঘোষণা করা হবে, এজন্য প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন স্থগিত করেছেন বলেও জানান তিনি।

সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে অন্যতম হলো, জাতীয় গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাতীয় জোট, বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক জোট, বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

১লা নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে শুরু হয় রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে আলোচনা। এরপর ২রা নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট, ৪ঠা নভেম্বর ক্ষমতাসীন ১৪-দলীয় জোট, ৫ই নভেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, ৬ই নভেম্বর দুপুরে ইসলামী ঐক্যজোটসহ ধর্মীয় অন্যান্য দল এবং বিকালে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ পর্যন্ত ৭০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে নির্বাচনী সংলাপ করলেন, শেখ হাসিনা। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

আরও পড়ুন

রবিবার শুরু হচ্ছে পিইসি পরীক্ষা

আগামীকাল রবিবার শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।  চলতি বছর এ পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন- এমসিকিউ থাকছে না ।এবার প্রাথমিক শিক্ষা সমাপ...

শাহরিয়ার শহীদ আর নেই

বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপণা সম্পাদক শাহরিয়ার শহীদ মারা গেছেন।  তার বয়স হয়েছিলো মাত্র ৫৫ বছর। শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধ...

দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে টিম গঠন: মোহাম্মদ নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দল ও আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে একটি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। শনিবার সকা...

'ঐক্যফ্রন্টের জয়ে গণতন্ত্রের বিজয় হবে'

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আ...