DBC News
জেফ সেশনসকে বরখাস্ত করলেন ট্রাম্প

জেফ সেশনসকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প এ তথ্য জানান। 

ডোনাল্ড ট্রাম্প জানান, সেশনস তার চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটাকারের মাধ্যমে স্থলাভিষিক্ত হবেন। এছাড়া ওই টুইট বার্তায় তার সেবার জন্য তাকে ধন্যবাদ এবং তার উন্নতি কামনা করেন ট্রাম্প।

এদিকে তারিখবিহীন এক পদত্যাগপত্রে সাবেক সিনেটর সেশনস লেখেন, যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন তা তার নিজের ইচ্ছায় হচ্ছে না। ওই চিঠিতে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে আরও লেখেন, অ্যাটর্নি জেনারেল থাকার সময় আইনের শাসনকে পুণরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে গত আগস্টে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যের পর রাজনৈতিক চাপের কাছে বিচার বিভাগ মাথা নোয়াবে না বলে হুঁশিয়ার করেছিলেন জেফ সেশনস।  ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনিত হন আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস।